E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদককে দল থেকে বহিষ্কার

২০১৫ সেপ্টেম্বর ১৫ ১৮:৪৮:০০
নওগাঁ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদককে দল থেকে বহিষ্কার

নওগাঁ প্রতিনিধি: আনসারুল্লা বাংলা টিমের সক্রিয় সদস্য ও মুক্ত চিন্তার লেখক ব্লগার অভিজিৎ হত্যার র‌্যাবের হাতে আটক আসামী জাফরান আল হাসানের পিতা নওগাঁ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহাদেবপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আনোয়ারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জামেদ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহাদেবপুর উপজেলার লিচুবাগান এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে জাফরান-আল-হাসান সরকারের নিষিদ্ধ ঘোষিত ‘আনসারুল্লা বাংলা টিমের’ সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও বিষয়টি গোপন রেখে ছেলে অপহৃত হয়েছে বলে আনোয়ারুল ইসলাম প্রচার করে। প্রকৃত ঘটনাকে আড়াল করে নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও নওগাঁ সদর আসনের এমপি আব্দুল মালেকের সুপারিশ নিয়ে ছেলে জাফরান-আল-হাসানকে উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ে গত আগষ্ট মাসের ১০ তারিখে একটি দরখাস্ত জমা দেন এবং ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়রিও করেন। যার নং-৬২৭।

আনোয়ারুল ইসলাম এমন নাটক করলেও তার মহাদেবপুরের প্রতিবেশীরা জানান, মাসে মাসে ছেলে জাফরান মোটা অংকের টাকা পাঠাতো বাবার কাছে। ছেলের অবস্থান সম্পর্কে সবকিছু জেনেও শুধু পিঠ বাঁচানোর জন্যই আনোয়ারুল কৃষকলীগে ঢুকে আখের গোছাতো। সেই সঙ্গে ছেলের মাধ্যমে সরকার বিরোধী ষড়যন্ত্রে মদদ দিতো বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে এ ব্যাপারে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, এ ঘটনায় ধৃত জাফরানের পিতা আনোয়ারুল ইসলামের আদি-অন্ত খোঁজখবর নিতে শুরু করেছে পুলিশ।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test