E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় গৃহবধূ নির্যাতন :এখনো গ্রেফতার হয়নি পাষন্ড স্বামী

২০১৫ সেপ্টেম্বর ১৫ ২০:১০:১৩
নওগাঁয় গৃহবধূ নির্যাতন :এখনো গ্রেফতার হয়নি পাষন্ড স্বামী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় নির্যাতিত গৃহবধু মাহবুবা আখতার ববি (২৩) মঙ্গলবারেও হাসপাতালে কাতরাচ্ছিলেন। তবে চিকিৎসক বলেছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় সপ্তাহখানেক সময় লাগতে পারে। এদিকে ঘটনার মূল হোতা পাষন্ড স্বামী জালাল উদ্দিনকে মঙ্গলবারও পুলিশ গ্রেফতার করতে পারেনি। মামলা দায়েরের পর থেকে সে পলাতক রয়েছে।

মঙ্গলবার বিকেলে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মজিদ জানান, মারপিটের কারনে ববির শরীরের বিভিন্ন স্থানে ফোলা-জখম হয়েছে। কোন কোন অংশে এবং পা ও হাতের আঙ্গুলগুলো ফেটে গেছে। রক্ত কালো হয়ে জমাট বেধেছে। তাকে সার্বক্ষণিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার পুরোপুরি সুস্থ হতে আরো কয়েকদিন সময় লাগবে।

এদিকে এ ঘটনায় গৃহবধূ ববি নিজেই বাদি হয়ে রবিবারপত্নীতলা থানায় স্বামীকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন । মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যাপারেপত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুদ্দীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, থানায় মামলা দায়ের হবার পর থেকেই আসামী পালিয়ে আছে। তবে তাকে গ্রেফতার করার চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে যৌতুকের দাবীতে জালাল তার স্ত্রী ববিকে ঘরে বন্দি করে লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে গুরুতর জখম করে। একপর্যায় গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করে। একইসঙ্গে দুই পা ও হাতের আঙ্গুলগুলো থেতলে দেয়। মারপিট শেষে একটি সিরিঞ্জে করে বিষাক্ত ওষুধ শরীরে ঢুকিয়ে হত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্ষা করে এবং পতœীতলা হাসপাতালে ভর্তি করে দেয়।

(বিএম/এসসি/সেপ্টেম্বর১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test