E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অভ্যন্তরীণ কোন্দলের জেরে  ঈশ্বরদী বিএনপি’র সম্মেলন পণ্ড

২০১৫ সেপ্টেম্বর ১৫ ২০:১৮:৫৬
অভ্যন্তরীণ কোন্দলের জেরে  ঈশ্বরদী বিএনপি’র সম্মেলন পণ্ড

ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি :আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির কারণ দেখিয়ে বিএনপি’র একটি অংশ প্রশাসনের সাথে যোগাযোগ করে ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সম্মেলন পণ্ড করেছে বলে দাবী করেছেন সম্মেলন আয়োজনকারীরা।

তারিখ পরিবর্তন করার পর মঙ্গলবার আয়োজিত ঈশ্বরদী উপজেলা বিএনপির নির্ধারিত সম্মেলন আবারও অনুষ্ঠিত করা সম্ভব হলো না। দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে গত ১২ই সেপ্টেম্বর একই স্থানে সম্মেলনের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেইদিন অনিবার্য কারণ দেখিয়ে সম্মেলন স্থগিত করে ১৫ই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কেএস মাহমুদ, প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান তোতা’র। সভাপতিত্ব করার কথা উপজেলা কমিটির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা’র। একই সময় বিএনপির অপর পক্ষ সাহাপুরে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এদিকে অনেক আগে থেকে ঈশ্বরদীতে বিএনপির আভ্যন্তরীণ কোন্দল বহাল থাকায় এবং আবারও সংঘাতের আশংকায় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবারের সম্মেলন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ফলে সম্মেলন করা সম্ভব হয়নি।

একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, বর্তমান কমিটি ৫ বছর আগে গঠন করা হয়। দুই বছর আগে মেয়াদোত্তীর্ন হলেও ওয়ার্ড, ইউনিয়ন, পৌর কমিটির সম্মেলন না করেই গোপনে একটি পকেট কমিটি গঠনের চেষ্টা করায় বিপুল সংখ্যক নেতা-কর্মী এর বিরুদ্ধে অবস্থান নেয়। বিএনপি নেতা ও ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান এই অবস্থার কথা স্বীকার করে বলেন, আমরা তৃণমূলপর্যায় থেকে নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করে তারপর উপজেলা সম্মেলন করতে চাই।

সম্মেলন আবারও স্থগিত বিষয়ে জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাহাপুর ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান রাজু জানান, অনিয়মতান্ত্রিকভাবে উপজেলা সম্মেলন আয়োজনের প্রতিবাদে আজ আমাদের বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি ছিল । কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এটি করতে নিষেধ করা হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই কর্মসুচী স্থগিত করেছি। সম্মেলনের বিপরীতে বিএনপি’র আরেকটি গ্রুপ সাহাপুর এলাকায় জমায়েত হতে থাকে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, ঈশ্বরদীতে বিএনপি’র দু’টি গ্রুপ। একটি গ্রুপ সম্মেলনের আয়োজন করলে অপর গ্রুপ বিক্ষোভ প্রদর্শনরে আয়োজন করে। এই অবস্থায় স্কুল মাঠে সম্মেলনস্থলে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হতে পারে এই আশংকায় থানার অফিসার ইন চার্জ বিমান কুমার দাস আবেদন জানালে ১৪৪ ধারা জারী করা হয়।

এদিকে হঠাৎ করে প্রশাসনের পক্ষ থেকে সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি করার পর উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা বিকেলে তাঁর ধানের খোলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে উপজেলা বিএনপি‘র সভাপতি শামসুদ্দিন আহমেদ বলেন, ঈশ্বরদী‘র বিএনপিতে জনসমর্থনহীন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব ও স্থানীয় নেতা নেফাউর রহমান রাজু ষড়যন্ত্র করে পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ঈশ্বরদীতে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে এই আশংকা দেখিয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে এলাকায় মাইকিং করা হয় ।

তিনি আরও বলেন, খোলস পাল্টানো বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পর থেকে অদ্যবদি বিএনপির বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।এসময় পাবনা জেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতাসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী অংশ নেয়।


(এসকে/এসসি/সেপ্টেম্বর১৫,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test