E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদলগাছীতে রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ

২০১৫ সেপ্টেম্বর ১৬ ১৬:২৮:৪৪
বদলগাছীতে রাস্তা পাকাকরণে অনিয়মের অভিযোগ

নওগাঁ  প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউপির ঐতিহাসিক দ্বীপগঞ্জ বাজার (হলুদবিহার) থেকে কাশিমালা রাস্তা পাকাকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দুই পাশে ভাঙ্গন, নরম বেড অথচ চলছে পাকাকরণ কাজ ।

এমন কি কাজের দেখভালের জন্যও নেই এলজিইডি অথবা ঠিকাদারের পক্ষ হতে কোন নির্দিষ্ট লোক । একজন হেড মিস্ত্রিসহ কয়েক জন স্থানীয় লেবার নিজেদের ইচ্ছে মতো যা করছে তার ওপরই চলছে কাজ। ব্যবহার করা হচ্ছে ঘাস মাটি মিশ্রিত খোয়া, আর নিম্নমানের বালু ।

দ্বীপগঞ্জ বাজারে অবস্থিত ঐতিহাসিক হলুদবিহার দীপের পশ্চিম পাশে কয়েকটি জলাশয় রয়েছে। এরই মাঝ দিয়ে রাস্তাটি দ্বীপগঞ্জ থেকে কাশিমালার দিকে চলে গেছে । দুই পাশে জলাশয়ের কারনে রাস্তাটি ভেঙ্গে প্রশ্বস্ত প্রায় অর্ধেক কমে গেছে। তারই দুই পাশে কোন রকমে বাঁশের বেড়া দিয়ে ভেঙ্গে যাওয়া মাটি আটকিয়ে তার ওপর দিয়ে করা হচ্ছে রাস্তা পাকাকরন কাজ। যা এক বছরও টিকবে কিনা সেব্যাপারে সচেতনমহল আশংকা প্রকাশ করেছেন। ফরিদুল ইসলাম নামে স্থানীয় একব্যক্তি সাংবাদিকদের দেখে বলেন, ভাই আপনারা দেখেন, কত নিম্নমানের কাজ হচ্ছে। এক্ষুনি বৃষ্টি হলে দুই পাশ ধসে যাবে। অথচ তার ওপর দিয়ে পাকাকরন কাজ চলছে। নিজামউদ্দীন, জাকির, ছোটন, রুবেলসহ আরও স্থানীয় কয়েকজন বলেন, এত নিম্নমানের কাজ আমাদের জীবনে দেখিনি। খোয়ার সঙ্গে অর্ধেক মাটি ও ঘাস মিশ্রিত অথচ দেখার কেউ নেই। যারা কাজ করছে তারাও স্থানীয় রাজমিস্ত্রির লেবার। রাস্তার কাজ সম্পর্কে তারা সম্পূর্ণ অনভিজ্ঞ।

এবিষয়ে এলজিইডির বদলগাছী উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান মোবাইলে জানান, ওইখানে রাস্তাটির দুই পাশে জলাশয় থাকায় প্যালাসাইডিং দেয়ার প্রয়োজন। কিন্তু সেটি এই রাস্তার সঙ্গে বরাদ্দ নেই। সামান্য একটু প্যালাসাইডিংয়ের বরাদ্দ আছে যা পর্যাপ্ত নয়। তবু আমি ঠিকাদারকে বলেছিলাম, কাজটি করতে। কিন্তু তিনি তো আর বরাদ্দ ছাড়া পকেটের টাকা দিয়ে করবেন না। এমন একটি গুরুত্বর্পূণ স্থানে কাজ হচ্ছে, অথচ আপনার কোন লোক নেই, বললে তিনি জানান, আরও অন্যান্য স্থানে কাজ হচ্ছে। সেখানে আছেন। আর বালু খোয়া ফেলানোর পর আমি নিজেই সেখানে যাব । নিম্নমানের বালু, মাটি মিশ্রিত খোয়া ব্যবহার হচ্ছে সেটি দেখার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে তিনি জানান, ওখানে পূর্বে ইট সোলিং ছিল। আর সেই ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। সেকারনে হয়তো এমনটি হতে পারে ।

(বিএম/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test