E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নলছিটিতে ২দিন ব্যাপী ডিজিটাল ও ইন্টারনেট মেলা  ১দিনে সমাপ্ত

২০১৫ সেপ্টেম্বর ১৬ ১৭:৪১:৫২
নলছিটিতে ২দিন ব্যাপী ডিজিটাল ও ইন্টারনেট মেলা  ১দিনে সমাপ্ত

ঝালকাঠি প্রতিনিধি: নলছিটি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত ২দিন ব্যাপী ডিজিটাল ও ইন্টারনেট মেলা ১দিনে সমাপ্ত করার অভিযোগ উঠছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে।

জানা গেছে, মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রীর আলহাজ্ব আমির হোসেন আমু ২দিন ব্যাপী ডিজিটাল ও ইন্টারনেট মেলা উদ্বোধন করেন। কিন্তু মেলার ২য় দিনে উপজেলা পরিষদ হল রুমে মেলার কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। মেলার স্টল গুলো ছিল খালি। এ মেলা ১৫ ও ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হওয়া কথা থাকলেও ২দিনের মেলা ১দিনেই রহস্যজনক কারনে শেষ হয়ে যায়।

বুধবার মেলা দেখতে আসা শত শত দর্শকরা মেলা দেখতে এসে মেলায় কাউকে না দেখে বাড়ী ফিরে যান। দর্শকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ নাটকের কি দরকার ছিল ! এ ব্যাপারে দায়িত্বরত উপজেলা আইসিটি দপ্তরের সহকারী প্রগ্রোম অফিসার হাফিজ আল আসাদ এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, বরাদ্ধকৃত স্টলের মালিকগণ বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত বিধায় স্টলে আসেনি।

মেলায় আইসিটি অফিসের কোন লোকজন না থাকার কারন জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান। অনুসন্ধানে জানা গেছে, সহকারী প্রোগ্রাম অফিসার হাফিজ আল আসাদের নিজ গ্রামের বাড়ী ও কর্মস্থল একই উপজেলায় হওয়ায় তিনি কাউকে পাত্তা দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ কামরুল হুদাকে মুঠোফোনে মেলার ব্যাপারে জানালে তিনি বিষয়টি দেখছেন বলে সাংবাদিকদের জানান।



(এএম/এসসি/সেপ্টেম্বর১৬,২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test