E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ও বজ্রপাতে দু’জন নিহত

২০১৫ সেপ্টেম্বর ১৬ ১৭:৫৯:৫৫
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ও বজ্রপাতে দু’জন নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় ও বজ্রপাতে দু’জন নিহত হয়েছে। বুধবার দুপুর একটায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কাছারিবাড়ি নামকস্থানে ও একই দিন সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার পার্শ্ববর্তী তিন নদীর মিলনস্থলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নিহতরা হলেন আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুর রউফ খাঁর স্ত্রী মোমেনা বেগম (৬৮) ও কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মোজাহার আলী গাজীর ছেলে সলিম গাজী (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আশাশুনি -প্রতাপনগর সড়কের কাছারিবাড়ি নামকস্থানে রাস্তা পার হচ্ছিলেন মোমেনা বেগম। এ সময় আশাশুনিগামি মটর সাইকেল চালক স্থানীয় বাসিন্দা দাউদ আলী তাকে ধাক্কা দেয়। এতে ঘটনান্থলেই মারা যান মোমেনা।

অপরদিকে কালীগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের আলাউদ্দীন গাজী জানান, প্রতিদিনের ন্যায় তার ভাই সলিম গাজী নাজিমগঞ্জ বাজারের পার্শ্ববর্তী ইছামতী, কাকশিয়ালি ও যমুনা নদীর মিলনস্থলে বালি কাটার কাজ করতে যায়। বুধবার দুপুর একটার দিকে সে নৌকা নিয়ে তীরে ওঠার আগেই তার শরীরে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই নদীর পানিতে ডুবে তার মৃত্যু হয়। তবে বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থার লাশ খুঁজে পাওয়া যায়নি।

কালীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, মোমেনা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সলিম গাজীকে বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নদীতে খুঁজে পাওয়া যায়নি। তবে তার লাশ পানির তলায় চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

(আএনকে/এসসি/সেপ্টেম্বর১৬,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test