E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিজ ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে’

২০১৫ সেপ্টেম্বর ১৭ ১৭:১৪:৫০
‘নিজ ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্য করে বৃহস্পতিবার কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী থানা পুৃলিশের আয়োজনে শহরের ঈমান কউিনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলার পুলিশ সুপার আলমগীর কবীর।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, এএসপি সার্কেল শেখ জাহিদ, আ’লীগ সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, পৌর আ’লীগ সভাপতি সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু ওবায়েদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আগে নিজ ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে। একজন মাদক সেবি ও ব্যবসায়ী কারও না কারও পরিবারের সদস্য। সে সমাজ ব্যবস্থা ও পারিপ্বার্শকতার কারণে কোনো না কোনো ভাবে মাদকাসক্ত হচ্ছে। তাদের এ পথ থেকে আমাদের রক্ষা করতে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতন হতে হবে সমাজের সকল অভিভাবকদের। পুলিশ সদস্যরা সমাজেরই অংশ। পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সকলকে দায়িত্ব নিতে হবে সন্ত্রাস ও নাশকতা রোধে।

তিনি উপস্থিত সুধি মহলের দৃষ্টি আর্কষণ করে আরও বলেন, পুলিশ সন্ত্রাসীদের আইনের আওতায় আনলেও সমাজের অনেকেই নানা কারণে পুলিশকে দোষী করলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে, পুলিশ অপরাধীকে ধরার পর অপরাধীর বিরুদ্ধে স্বাক্ষী দেওয়ার জন্য সমাজের অনেকই অপরগতা প্রকাশ করেন। তিনি এসব কমিউনিটি পুলিশিং সমাবেশের মধ্য দিয়ে সমাজের সকল পর্যায়ের ব্যক্তিদের নিজ অবস্থান থেকে পুলিশ সদস্যদের সহায়তা করার আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জার্জিস হোসেন, আতিয়ার রহমান, নেফাউর রহমান রাজু, আমিনুর রহমান, অনিসুল হক মোল্লা। প্যানেল মেয়র আনোয়ার হোসেন, সাংবাদিক আলাউদ্দিন আহমেদ, এসএম ফজলুর রহমান, স্বপন কুমার কুন্ডু, সেলিম সরদার, সেলিম আহমেদ, তামিমুল ইসলাম তামিম, রিফাজ বিশ্বাস লালন ও বাবুল আক্তার।

(এসকেকে/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৫)


পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test