E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালাচাঁদ মন্ডলের জমি দখলের বিরুদ্ধে বালিয়াকান্দিতে প্রতিবাদ সমাবেশ

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১২:০৩:৪৫
কালাচাঁদ মন্ডলের জমি দখলের বিরুদ্ধে বালিয়াকান্দিতে প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ী ,বালিয়াকান্দি প্রতিনিধি :সকাল থেকে“ধর্ম যার যার রাষ্ট্র সবার।” স্লোগানকে সামনে রেখে দিনমজুর কালাচাঁদ মন্ডল কালুর জমি জালিয়াতি চক্রের মুখোশ উন্মোচন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিতহয় ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের মাশালিয়া বাজারের কালাচাঁদ মন্ডল কালুর জামি নিয়ে মাশালিয়া গ্রামের সচতেন নাগরিকবৃন্দের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে মানুষের কৌতুহল ছিলো চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের পূর্বেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ন হয়ে যায়।

সমাবেশ শুরুর ১০/১২ মিনিট পূর্বেই রাজবাড়ী জেলার নেত্রীবৃন্দ সহ বালিয়াকান্দি উপজেলা আওয়ামীগের নেতারা এবং হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত হয়। পবিত্র কোরআন তেলোয়াত এবং গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হলেও ভুক্তভোগী কালাচাঁদ মন্ডলের সূচনা বক্তব্যে অনুষ্ঠানস্থলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন “আমি মূর্খ মানুষ, কিছু বলতে পারি না তবে আপনাদের কাছে আমার মিনতি আপনার আমার পাশে থাকবেন। আর যদি এই সম্পত্তি আমি না পাই তবে মৃত্যু ছাড়া আমার কোন পথ থাকবে না।” জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু মিয়ার সভাপতিত্বে সমাবেশ শুরু হলে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, সাধারন সম্পাদক জনাব মোঃ সামছুল আলম সুফি, বাবু সঞ্জিত রায় সহ রাজবাড়ী জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অশোক কুমার বাগচি বক্তব্য রাখেন। মাশালিয়া বাজার, বালিয়াকান্দি উপজেলা এবং রাজবাড়ী সদর উপজেলার মধ্যবর্তী স্থান হওয়ায় দুই উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়্যারম্যান আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন আগামী সাত দিনের মাঝে সমাঝোতার মাধ্যমে দলিল তুলে নিতে হবে এবং কালুর ভারাটিয়া ঘরে ভাড়া হিসাবে যারা আছেন তাদের সরে যেতে হবে। রাজবাড়ী জেলার মোরঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নয়জন ক্রেতাকে মোঃ আব্দুল কাদের, মোঃআজগর আলী, ইউছুব বিশ্বাস, মোঃ এনামুল হক, মোছাঃ নাছিরন বেগম, মোছাঃ তাহমিনা ইয়াছমিন, নিলুফা বেগম, মোঃ আমিন এবং আরিফ মোল্যাকে ভুমি দস্যু হিসাবে আখ্যায়িত করে বলেন, আপনাদের যদি সাহস থাকে সমাবেশ স্থলে এসে আপনাদের দলিলের ব্যাখ্যা প্রদান করেন কিন্তু তার এই বক্তব্যে কেউ দলিলের ব্যাখ্যা দিতে দেখা যায় নাই।

অন্যদিকে সনাক্তকারী কিরণচন্দ্র মন্ডল শিশিরের সহযোগী হিসাবে দাবী করে নানা ধরনের ভয়ভীতি দেখানেরা কারনো সমাবেশ স্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দলিল লেখক নওশরের দিকে সকলের অঙ্গুল থাকলেও প্রতিবাদ সমাবেশ শেষে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে নির্দোষ দাবী করে বলেন তিনি এই কাজের বিপক্ষে ছিলেন কিন্তু মঞ্জুর মোর্শের এবং জিল্লু এই কাজ করেছে।

প্রতিবাদ সমাবেশের মাঝে লিফলেট বিতরণ করা দেখলে মানুষের কৌতুহল বৃদ্ধিপায় সেখানে গিয়ে দেখা যায় সেটা ছিলো উত্তরাধিকার৭১ নিউজে প্রকাশিত “এবার কৌশলে সংখ্যালঘুর সম্পত্তি দখলের চেষ্টা হতাশায় বালিয়াকান্দির সংখ্যালঘু সম্প্রদায়।” প্রথম সংবাদ।

(ডিবি/এসসি/সেপ্টেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test