E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে বিশ্ব নদী দিবস পালন, নদী রক্ষার দাবীতে মানববন্ধন

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১২:১৬:৫২
শরীয়তপুরে বিশ্ব নদী দিবস পালন, নদী রক্ষার দাবীতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি :“নদী বাচাঁও, নদী মোদের মা” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস পালন করেছে শরীয়তপুর পরিবেশ রক্ষা সমিতি। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৩০ মিনিট সময় ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে একটি র‌্যালী বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করা হয়।

মানববন্ধন ও র‌্যালীতে অয়শ গ্রহন করেন শরীয়তপুর পরিবেশ আন্দোলনের কর্মীরা। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শরীয়তপুর পরিবেশ সমিতির আহবায়ক আন্তর্জাতিক পরিবেশ কর্মী মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট আজিজুর রহমান রোকন, বিশিষ্ট সাংবাদিক কে এম রায়হান কবীর প্রমুখ। এছারাও কর্মসূচিতে অংশ গ্রহন করেন এ্যাডভোকেট আলী আহম্মদ খান, মুরাদ মুন্সী, জামাল ভূইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুশীল দেবনাথ, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ।

বক্তারা, পরিবেশ বাচাঁনোর লক্ষ্যে শরীয়তপুর জেলা শহরের দখল হয়ে যাওয়া দশটি খাল উদ্ধারের দাবী জানান। এছারাও জুৎসই প্রযুক্তি ব্যবহার করে জেলা সদরের কীর্তিনাশা নদী খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনারও জোর দাবি উত্থাপন করেন। শরীয়তপুরে ৬০ কিলোমিটার এলাকা জুরে পদ্মা মেঘনার অব্যাহত ভাঙ্গন রোধ করার জন্য জরুরী ভিত্তিতে তীর সংরক্ষন বাধ নির্মান করে জনবসতি, ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, স্বাস্থ্য কেন্দ্রসহ শরীয়তপুরের সমাগ্রিক পরিবেশ রক্ষার আসু ব্যবস্থা গ্রহন করতে সরকারের প্রতি দাবী জানান শরীয়তপুর পরিবেশ রক্ষা সমিতি ।


(কেএনআই/এসসি/সেপ্টেম্বর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test