E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে অবস্থান কর্মসূচী

২০১৫ সেপ্টেম্বর ১৯ ১৫:৫২:০৩
নওগাঁয় বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে অবস্থান কর্মসূচী

নওগাঁ প্রতিনিধি :  নওগাঁয় পল্লী বিদ্যুৎ সমিতির দুইজন কর্মচারীকে বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে তাদের একাংশ অবস্থান কর্মসূচী পালন করেছে। শনিবার বেলা ১১টা থেকে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি চত্বরে পল্লী বিদ্যুত শ্রমিক কর্মচারী লীগ (প্রস্তাবিত) এর উদ্যোগে এই কর্মসূচীর ডাক দেয়া হয়। এ অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মান্নান। এ সময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

তারা দাবী করেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান মোঃ আব্দুল মান্নান এবং লাইনম্যান গ্রেড-১ মোঃ মতিউর রহমানকে অন্যায়ভাবে স্বেচ্ছাচারিতার ভিত্তিতে অন্যত্র বদলী এবং বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে ওই দুই কর্মচারীর বদলীর আদেশ বাতিল করে নওগাঁয় পুনঃর্বহাল করার দাবীতে তারা ধারাবাহিক আন্দোলনের ডাক দেয়। এছাড়াও আন্দোলনরত কর্মচারীদের পক্ষে ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদান, নির্যাতন ও হয়রানীমুলক বদলী বন্ধ করা, ৮ ঘন্টার বেশী কাজ করিয়ে না নেয়া, ওভারটাইম প্রদান, ঝুঁকিভাতা একশ’ ভাগ নিশ্চিত করা, লাইনম্যানদের নিয়ম অনুসারে পদোন্নতি প্রদান এবং কোঠা পদ্ধতি বাতিলের দাবী উত্থাপন করা হয়।

(বিএম/এসসি/সেপ্টেম্বর১৯,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test