E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নারী ও শিশুসহ ৮ জন নিহত

২০১৪ মে ২৪ ২১:০৫:১৭
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নারী ও শিশুসহ ৮ জন নিহত

বাগেরহাট প্রতিনিধি : মংলা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার তৈয়বের বটতলা এলাকায় শনিবার সন্ধ্যায় মাদারীপুরগামী রূপসী পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ সদস্যসহ ঘটসাস্থলে ৬ জনসহ মোট ৮ জন নিহত ও ৫ জন আহত  হয়েছে।

নিহতরা হলেন ,মাইক্রোবাস চালক  জুয়েল (২৬), পুলিশ সদস্য আমীর হোসেন সাগর(২৮), মইন (২৮) মইনের স্ত্রী মুনি œ(২৫) তাদের ৬ মাসের শিশু পুত্র মাহি, দোলেয়া বেগম (৩৮) মিম(১৮) এনায়েত হোসেন(২২) । নিহতদের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুরের রায়ের মহল এলাকায়। আহতদের ফকিরহাট   হাসপাতালে চিকিৎসা দেয়া  হয়েছে।এদুর্ঘটনার পর এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ জানায়, চিতলমারীর একটি বিয়ে অনুষ্ঠান থেকে খুলনায় ফেরার পথে মাইক্রোবাসটি মহাসড়কের ফকিরহাটের তৈয়বের বটতলা এলাকায় পৌছালে খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী পরিবহনটির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসের চালক সৈয়দ মনিরুল ইসলামসহ ৭ জন ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত ৪ জনকে ফকিরহাট হাসপাতালে নেয়ার পর ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাইক্রোবাসটি পরিবহনের নিচে আটকে পড়ে দুমড়ে মুচড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পুলিশ মাইক্রো চালকের পকেটে থাকা আইডি কার্ড থেকে তার নাম পরিচয় উদ্ধার করতে পারলেও নিহত অপর ৬ যাত্রীর কোন নাম এখনো উদ্ধার করতে পারেনি। মাইক্রো চালকের বাড়ি খুলনা মহানগরীর খালিশপুরের রায়ের মহল এলাকায়। নিহত যাত্রীরা বাগেরহাটের চিতলমারীতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে খুলনায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে বাগেরহাট ট্রাফিক বিভাগের ওসি আব্দুল হালিম। তিনি আরো জানান, দুর্ঘটনার পরপর রূপসী পরিবহনের চালক ও হেলপাররা পালিয়ে যায়। তবে পরিবহনটি পুলিশ আটক ও নিহত-আহতদের ফকিরহাটে নিয়ে যায়। দুর্ঘটনার পর খুলনা থেকে র‌্যাকার এনে মাইক্রো ও পরিবহনটি মহাসড়ক থেকে অপসারণ করার পর সন্ধ্যা ৭ টায় যান চলাচল স্বাভাবিক হয়।

(একে/পি/মে ২৪,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test