E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দি কলেজে  নিয়োগ ,সাংবাদিকের ছবি তুলতে বাধা

২০১৫ সেপ্টেম্বর ২০ ১৮:১৯:৪০
বালিয়াকান্দি কলেজে  নিয়োগ ,সাংবাদিকের ছবি তুলতে বাধা

দেবাশীষ বিশ্বাস (বালিয়াকান্দি)রাজবাড়ী :রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এই জেলার একটি সেরা একটি বিদ্যাপিঠ। ১৯৬৭ সাল থেকে যাত্র শুরু করে ঐতিহ্যের সাথেই সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিলো এই বালিয়াকান্দি কলেজ।

কলেজে নিয়োগও হয়েছে বেশ কয়েকবার দক্ষতার সাথে ;রাজবাড়ী দুই আসনের মাননীয় সাংসদ জনাব মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে এই কলেজ পরিচালিত হয়ে আসছে। পূর্ব প্রকাশিত নিয়োগের প্রেক্ষিতে ১৯/০৯/২০১৫ ইংরেজী তারিখ সকাল ১০ টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তিন ঘন্টা পরে উক্ত পরীক্ষাগুলো শুরু হলে উত্তরাধিকার৭১ নিউজের সাংবাদিক পরীক্ষায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ্যের কাছে ছবি তোলার অনুমতি চাইলে তিনি ডিজি প্রতিনিধি সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুর রহমানের কাছে নিয়ে ছবি তোলার অনুমতি চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।

সন্মান এবং ডিগ্রী শাখার জন্য শূন্যপদ, সৃষ্টপদ এবং অফিস সহকারী সহ মোট ২৫ (পঁচিশ) পদের প্রেক্ষিতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও শুধুমাত্র গণিতের পরীক্ষা ব্যতিত অন্য সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গণিতের পরীক্ষা কেন অনুষ্ঠিত হয় নাই এ ব্যাপারে কলেজের শিক্ষক কুমারেশ সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন“ সর্বনিম্ন তিন জন ছাত্র উপস্থিত হয় নাই মর্মে পরীক্ষা অনুষ্ঠিত হল না।”

মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে গভর্নিং বোর্ডের সভাপতি রাজবাড়ী দুই আসনের মাননীয় সাংসদ সেখানে নিজে উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করেন। বিরতিহীন ভাবে চলা মৌখিক পরীক্ষায় মাঝে মাঝে গভর্নিং বোর্ডের সভাপতি বাইরে আসলে তাকে অনেক পরীক্ষার্থীর শুভাকাঙ্খী তাকে ঘিরে ধরে পছন্দের পরীক্ষার্থীর কথা বললেও তিনি বলন শিক্ষাক্ষেত্রে অনিয়মের কোন স্থান নেই পরীক্ষায় যারা ভালো করবে কোন ভাবেই তাদের বাদ দেওয়ার সুযোগ নেই।

সৃষ্টিলগ্ন থেকে এত বড় পরিসরে এই নিয়োগ পক্রিয়ায় কোন পরীক্ষার্থীর মনে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কোন অভিযোগ না থাকলেও রাত বেশি হওয়ার কারণে অনেক পরীক্ষার্থীর মনে অসন্তোষ দেখা য়ায় ।


(ডিবি/এসসি/সেপ্টেম্বর২০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test