E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিশ্ব এ্যালজেইমার দিবস আজ

২০১৫ সেপ্টেম্বর ২০ ১৮:২৭:১৭
বিশ্ব এ্যালজেইমার দিবস আজ

নওগাঁ প্রতিনিধি :বিশ্ব এ্যালজেইমার দিবস আজ। ২১ সেপ্টেম্বর দিবসটি সারা বিশ্বে পালিত হলেও এর প্রচারনা না থাকায় এদেশের সাধারণ জনগণের কাছে এর গুরুত্ব নেই বললেই চলে। অথচ এ রোগের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দিবসটি সম্পর্কে জনসাধারণের মাঝে প্রচার করতে পারলে এ রোগে আক্রান্ত ভুক্তভোগিরা এর থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেতে পারে। পরিচর্যা ও সহমর্মিতাই এরোগ প্রতিরোধ সম্ভব।

একজন মানুষ শিশুকাল, কৈশোর, যৌবনকাল অতিক্রম করে প্রবীণে এসে উপনীত হয়। মানুষ যখন প্রবীণ হয় তখন তার মধ্যে এক ধরণের শিশু সুলভ আচরণ লক্ষ্য করা যায়। যেমন পরিবারের একজন শিশু কিছু খাওয়ার পর বা নেয়ার পর কিছুক্ষণ পরে তাকে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তা বেমালুম ভূলে যায়। আবারো সেটি খাওয়া বা নেয়ার জন্য বায়না ধরে। এমনিভাবে প্রবীণ বয়সে মানুষের মধ্যে এমন আচরণ লক্ষ্য করা যায়। এটি প্রবীণদের এক ধরণের রোগ। যাকে বলা হয় এ্যালজেইমার ।

মানুষের বয়স ৬০ পেরিয়ে গেলে স্বাভাবিক ভাবেই তার স্মৃতিশক্তি লোপ পায়। এ কারণে অনেক কিছুই সে মনে রাখতে পারে না। যা পরিবারের সদস্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। দেখা যায়, এক সময়ের প্রভাবশালী প্রবীণ মানুষটিও এ্যালজেইমার রোগের কারণে পরিবারের সদস্যদের নিকট অবহেলার পাত্রে পরিণত হয়। একজন শিশু এ ধরণের আচরণ করলে কেউ বিরক্তিবোধ না করলেও প্রবীণের প্রতি সহজেই বিরক্ত হয়। এর কারণ হলো, শিশুদের প্রতি অদম্য ভালবাসা আর প্রবীণদের প্রতি চরম অবহেলা এবং প্রবীণদের এ্যালজেইমার রোগের বিষয়ে পরিবারের সদস্যদের ধারণা না থাকা। পরিবারের সদস্যরা যদি এটি উপলদ্ধি করতে পারতো যে, এই প্রবীণের মধ্যে শিশু সুলভ আচরণ কাজ করছে, তাহলে সে পরিবারের সদস্যদের কাছে বিরক্তির কারণ হতো না। এক্ষেত্রে পরিবারের সদস্যদের দায়িত্ব হবে সঠিকভাবে প্রবীণের পরিচর্যা করা এবং তাদের প্রতি সহনশীল হওয়া। পরিবারে প্রবীণের এমন কোন সমস্যা হয় তবে তার সঙ্গে নিয়মিত কাউন্সিলিং করে এ ধরণের সমস্যার সমাধান করা যেতে পারে।
এ বিষয়ে ধামইরহাটের বিশিষ্ট চিকিৎসক ডা. গোবিন্দ মোহন সাহা বলেন, বস্তুত এ্যালজেইমার রোগের তেমন কোন ওষুধ নেই। এই রোগ প্রতিকারের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতাই প্রধান বিষয় । যে বিষয়টি প্রবীণ মানুষটি ভূলে যাচ্ছে বা মনে রাখতে পারছে না, সে বিষয়ে তাকে বার বার স্মরণ করে দিতে হবে। দেখা যাবে এতে সে উক্ত বিষয়ে অভ্যস্ত হয়ে যাবে। এ বিষয়ে প্রবীণ অধিকার সুরক্ষায় কর্মরত নওগাঁর বেসরকারি সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) নির্বাহী পরিচালক আব্দুর রউফ বলেন, বিএসডিও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় নওগাঁ জেলায়‘প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান প্রকল্প’ বাস্তবায়ন করছে। সাংস্কৃতিক ও মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে প্রবীণদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হচ্ছে। এই ক্যাম্পেইন গুলোতে প্রবীণের এ্যালজেইমার রোগ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। #


(বিএম/এসসি/সেপ্টেম্বর২০,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test