E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে স্কুলের ঝুঁকিপূর্ণ ভবনের ওপড় দ্বিতল ভবন নির্মাণ !

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৭:২৮:৪৩
রাণীনগরে স্কুলের ঝুঁকিপূর্ণ ভবনের ওপড় দ্বিতল ভবন নির্মাণ !

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের পুরনো ভবনের ওপড় নতুন করে দ্বিতল ভবন নির্মাণ করায় নতুন ও পুরনো ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। ফলে যে কোন সময় ভবনটি ধ্বসে পড়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে, শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই নতুন দ্বিতল ভবনটি। এতে করে ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা নতুন ভবন নির্মাণে বাধা দিলেও সংশ্লিষ্ট ঠিকাদার ও বিদ্যালয় কর্তৃপক্ষ ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। এরই মাঝে তড়িঘড়ি করে ভবন উদ্বোধনের জোর চেষ্টাও চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের দীর্ঘদিনের পুরনো ভবনের ল্যাবরেটরি কক্ষের ছাঁদ থেকে সিমেন্ট বালি ও পলেস্তারা খসে পড়ে গেছে। ছাদের ক্ষয়ে যাওয়া রড বের হয়েছে। কখন যে ভেঙ্গে পড়বে তার কোন নিশ্চয়তা নেই। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এই ভবনের ওপড়ই নির্মাণ করেছেন নতুন দ্বিতল ভবন। যার কারণে ভবনের পশ্চিম দিকে দেবে যাওয়ায় দুই ভবনের গায়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল। নির্মাণ কারি প্রতিষ্ঠান এই সব বড় বড় ফাটল নিপূন হাতে সংস্কার করেছেন। পুরনো ভবন ঘষে-মেজে রং করে প্রস্তুত করছেন শিঘ্রী উদ্বোধনের জন্য। কিন্তু ক‘দিন টিকে থাকবে এই ভবন এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। সূত্র আরো জানায়, গত বছর স্কুলের একটি ছাদের মাঝখানে ভেঙ্গে যাওয়ায় ছাদটি ঝুঁকিপূর্ণ বলে কাউকে ছাদে উঠতে দেয়া হয়নি। অথচ সেই ভবনের ওপরে কি করে দ্বিতল ভবন নির্মান হলো তা নিয়ে প্রশ্ন সকলের মুখে মুখে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক জানান, ওপড় বিভাগ থেকে প্রকৌশলীরা এসে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই পুরনো ভবনের ওপড় নতুন করে ভবন নির্মাণের অনুমোদন দিয়েছেন । এখানে আমাদের করার কিছু নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান খাঁন বলেন, কোন বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পর্কে আমার কাছে কোন তথ্য থাকে না। এর সবকিছুর খবর রাখেন সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক গোলাম রব্বানী জানান, সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী অনুমোদন দিয়েছেন। আমি সে মোতাবেক কাজ করে যাচ্ছি। নওগাঁ জেলা শিক্ষা অধিদপ্তরের উপ-প্রকৌশলী মোঃ নাজমুল হোসেন সাংবাদিকদের জানান, পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ নয়। তাই তার ওপরে নতুন করে দ্বিতল ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে ।

(বিএম/এসসি/সেপ্টেম্বর২১,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test