E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দা-নিয়ামতপুর সড়কের বেহালদশা

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৭:৩৩:০০
মান্দা-নিয়ামতপুর সড়কের বেহালদশা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার মান্দা উপজেলা সদর থেকে নিয়ামতপুর সড়কটির এখন বেহালদশা। চলাচলের সম্পূর্ন অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। খানা-খন্দকে ভরা রাস্তাটিতে সৃষ্ট গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে প্রায় গোটা রাস্তাটি। ফলে নওগাঁ এবং রাজশাহীর সঙ্গে সড়ক যোগাযোগ অত্যন্ত ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। বাস-ট্রাক টেম্পু, সাইকেল, মোটরসাইকেলসহ ছোট বড় সব ধরনের যানবাহন সর্বক্ষণ চলাচল করছে দূর্ঘটনার সম্ভাবনা সামনে রেখেই।

মান্দা উপজেলা সদর থেকে নিয়ামতপুর পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ২০ কিলোমিটার। রাস্তাটির তত্বাবধানকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ। রাস্তাটি নির্মানের পর কবে সংস্কারের কাজ করা হয়েছে তা স্মরন করা কঠিন। ইতোমধ্যে সময়ের ব্যবধানে পুরো রাস্তাজুড়ে এখন অসংখ্য খানা খন্দকে ভরা। রাস্তার উপরিভাগের পীচ উঠে গিয়ে হাজারো ক্ষতের সৃষ্টি হয়েছে। ইট আর পাথরগুলো বের হওয়ায় এবরো-থেবরো এই সড়কটির এখন বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে সর্বক্ষন জমা হয়ে থাকে পানি। কাদা আর পানিতে একাকার হয়ে থাকার ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে রাস্তাটি ঝুঁকিপূর্ন হওয়ায় রাজশাহী এবং নওগাঁ জেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্যদিকে যানবাহন চলাচল করতে না পারায় কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে পণ্য সরবরাহের ক্ষেত্রেও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।

(বিএম/এসসি/সেপ্টেম্বর২১,২০১৫)











পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test