E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় দু’দিনের টানা ভারী বর্ষণে পৌর এলাকায় জলাবদ্ধতা

২০১৫ সেপ্টেম্বর ২২ ১৬:৫৯:৫০
গাইবান্ধায় দু’দিনের টানা ভারী বর্ষণে পৌর এলাকায় জলাবদ্ধতা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় দু’দিনের টানা ভারী বর্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার সারাদিন ভারী বর্ষণ অব্যাহত ছিল। ফলে জনজীবনে চরম ভোগান্তির শিকার হয়েছে। পৌর এলাকার ড্রেইনেজ সমস্যার কারণে শহরের প্রধান প্রধান সড়কসহ গোটা পৌর এলাকার ড্রেনগুলো উপচে পড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে পথচারী ও মার্কেটগুলোতে ঈদ উপলক্ষ্যে শহরে কেনাকাটা করতে আসা লোকজন বৃষ্টির কারণে চরম বিপাকে পড়তে হয়।

এসময় শহরের গুরুত্বপূর্ণ কাচারী বাজার, ভিএইড রোড ও প্রেসক্লাব সংলগ্ন সড়কে হাঁটু পানি জমে যায়। কাচারী বাজারে কাপড়, ষ্টেশনারী, ওষুধের দোকানসহ অন্যান্য দোকানপাটগুলোর সামনের অংশগুলোতে পানি জমে থাকে।

এছাড়া শহরের বানিয়ারজান, প্রফেসর কলোনী, মুন্সিপাড়া, ডেভিডকোম্পানীপাড়াসহ অনেক এলাকার নিম্নাঞ্চলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ষ্টেশন রোডের থানপট্টি এলাকায় পানি জমার ফলে পথচারীরা চরম ভোগান্তির কবলে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাচারী বাজারের এক ব্যবসায়ী জানান, বৃষ্টি হলেই পৌর এলাকার ষ্টেশন রোড, কাচারী বাজারে দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনে ময়লা জমে থাকাই এই পরিস্থিতির মূল কারণ বলে তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পৌর এলাকায় পানি নিস্কাশনের জন্য যে সমস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে অধিকাংশ ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে গেছে। তদুপরি অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় এবং ড্রেনের পানি নিস্কাশিত হওয়ার ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ড্রেনগুলো উপচে পড়ে। এতে অপরিচ্ছন্ন ড্রেনগুলোর ময়লা দূষিত পানি রাস্তা দিয়ে গোটা শহরে ছড়িয়ে পড়ে। জরুরী ভিত্তিতে ড্রেনেজ সমস্যার সমাধান করা না হলে এ অবস্থার কোন উন্নতি তো হবেই না বরং অবস্থার আরও অবনতি ঘটবে বলে পৌরবাসিরা আশংকা করছেন।

(আরআই/এলপিবি/সেপ্টেম্বর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test