E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সংখ্যালঘুর পরিবারকে ভারত পাঠিয়ে দেবার হুমকি!

২০১৫ সেপ্টেম্বর ২২ ১৭:২১:১৭
নওগাঁয় সংখ্যালঘুর পরিবারকে ভারত পাঠিয়ে দেবার হুমকি!

নওগাঁ প্রতিনিধি: “তোর জায়গা জমি, বাসা ও দোকান আমার কাছে বিক্রি কর। জায়গাটা আমার দরকার। যদি না দিস, তোদের মেরে হাত-পা ভেঙ্গে দিয়ে স্বপরিবারে ভারতে পাঠিয়ে দেবো। মনে রাখিস, আমি যা বলি তাই করি। নওগাঁয় এমন কেউ নেই, যে আমাকে চ্যালেঞ্জ করে”।

ঠিক এমনই ভাবে শহরের পুরাতন হাসপাতাল সড়কের ওষুধ ব্যবসায়ী সংখ্যালঘু বাবু কৃষ্ণ রায়কে হুমকি দেন পার্শ্ববর্তী শহরের নব্যধনী হিসেবে পরিচিত মোঃ মোবারক আলী। শুধু তাই নয়, তাদের স্বামী-স্ত্রীকে ডেকে অশ্রাব্য ভাষায় গালাগালিসহ এধরনে হুমকি দিয়েছে। তার এমন হুমকিতে সংখ্যলঘু ওই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

সোমবার সন্ধ্যায় ওই পরিবারের লোকজনের জীবন, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার লক্ষ্যে নিরাপত্তা চেয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি করেছেন সংখ্যালঘু পরিবারের কর্তা বাবু কৃষ্ণ রায়। জিডি নং ১০৮৮।

মঙ্গলবার এই ঘটনাটি শহরে ছড়িয়ে পড়লে শহরের হিন্দু সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ আর হতাশার পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাবু কৃষ্ণ রায়ের পরিবারের লোকজন জানায়, মোবারক নিজেকে ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী বক্তি পরিচয় দিয়ে সংখ্যালঘু এই পরিবারকে উ”েছদ করতে এমন হুমকি-ধামকি দিচ্ছেন।

এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test