E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নওগাঁয় ভিজিএফ'র চাল বিতরণ

২০১৫ সেপ্টেম্বর ২২ ১৭:৫৮:৫৩
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নওগাঁয় ভিজিএফ'র চাল বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার ১১ উপজেলা এবং ৩টি পৌরসভার মধ্যে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১ লাখ ৮৩ হাজার ৩শ’ ২০ জন উপকারভোগীর মধ্যে ১ হাজার ৮শ’ ২৮ দশমিক ০৩ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম চলছে।

এর মধ্যে ১১টি উপজেলায় ১ লাখ ৭২ হাজার ৩শ’ ২০ জনের মধ্যে ১ হাজার ৭শ’ ২০ দশমিক ২০০ মেট্রিক টন এবং ৩টি পৌরসভায় ১০ হাজার ৭শ’ ৮৩ জন উপকারভোগীর মধ্যে ১ শ’ ৭ দশমিক ৮৩ মেট্রিকটন।

নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কার্ডধারীদের বিশেষ বরাদ্দের আওতায় এগুলো বিতরনের কার্যক্রম চলছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের মাধ্যমে এরগুলো বিতরন প্রায় শেষ হওয়ার পথে।

জেলার ১১টি উপজেলায় উপজেলা ভিত্তিক ভিজিএফ চাল বরাদ্দের পরিমান হচ্ছে, নওগাঁ সদর উপজেলায় ২২ হাজার ৬৫ জনের মধ্যে ২২০ দশমিক ৬৫০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২০ হাজার ৮শ’ ২ জনের মধ্যে ২০৮ দশমিক ২০ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ২৫ হাজার ৪শ’ জনের মধ্যে ২৫৪ মেট্রিক টন, নিয়ামতপুর উপজেলায় ১০ হাজার ৪শ’ ১৬ জনের মধ্যে ১০৪ দশমিক ১৬০ মেট্রিক টন, পত্নীতলা উপজেলায় ১২ হাজার ২৪ জনের মধ্যে ১২০ দশমিক ২৪০ মেট্রিক টন, মান্দা উপজেলায় ১৭ হাজার ৫শ’ ৬০ জনের মধ্যে ১৭৫ দশমিক ৬০০ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ৯ হাজার ২শ’ ৬ জনের মধ্যে ৯২ দশমিক ৩৬০ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ৮ হাজার ৭শ’ ১২ জনের মধ্যে ৮৭ দশমিক ১২০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১০ হাজার ৪শ’ ৮১ জনের মধ্যে ১০৪ দশমিক ৮১০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ১০ হাজার ৮শ’ ৫৭ জনের মধ্যে ১০৮ দশমিক ৫৭০ মেট্রিক টন এবং ধামইরহাট উপজেলায় ১২ হাজার ৭শ’ ৩১ জনের মধ্যে ১২৭ দশমিক ৩১০ মেট্রিক টন চাল।

এ ছাড়াও জেলার ৩টি পৌরসভার মধ্যে নওগাঁ পৌরসভায় ৪ হাজার ৬শ’ ২১ জন উপকারভোগীর মধ্যে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন, ধামইরহাট পৌরসভায় ৩ হাজার ৮১ জনের মধ্যে ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন এবং নজিপুর পৌরসভায় ৩ হাজার ৮১ জনের মধ্যে ৩০ দশমিক ৮১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test