E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃহস্পতিবার মাদারীপুরে ৫০ গ্রামের মানুষ ঈদ উদযাপন করবে

২০১৫ সেপ্টেম্বর ২৩ ১৯:৪৬:৫৮
বৃহস্পতিবার মাদারীপুরে ৫০ গ্রামের মানুষ ঈদ উদযাপন করবে

মাদারীপুর প্রতিনিধি :বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হযরত সুরেশ্বরী (রাঃ) এর মাদারীপুরের ৫০ গ্রামের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে  বৃহস্পতিবার ঈদ-উল-আযহা উদযাপন করবে।

সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রধান গদীনশীন পীর আলহাজ্ব খাজা শাহ্ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইন জানান, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হবে। তাই সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সাথে মিল রেখে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর মাদারীপুর ও শরিয়তপুর জেলাসহ বাংলাদেশের প্রায় ১ কোটি ধর্ম প্রাণ মুসলমান আজ ঈদ-উল-আযহা উদযাপন করবে।

শরিয়তপুর দ্বায়রা শরীফের মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার মোল্ল্যা জানান, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, কুনিয়া, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, আউলিয়াপুর, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার চারটি উপজেলার প্রায় ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ঈদ-উল-আযহা উদযাপন করবেন।

মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর গ্রামের মো. হাশেম মাস্টার জানান, সুরেশ্বর দ্বায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ) এর অনুসারীরা দেড়শ বৎসর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ-উল-ফিতর ও ঈদ উল আযহা পালন করে আসছেন।

ঈদ-উল-আযহা উপলক্ষে মাদারীপুর সদর উপজেলার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও কালকিনির আন্ডারচর খানকায় শরীফ মাঠে ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। এ সকল গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে ঈদের আনন্দ।

(এএসএ/এসসি/সেপ্টেম্বর২৩,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test