E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিনায় পদদলিত হয়ে শরীয়তপুরের ৩ হাজীর মৃত্যু, স্বজনদের আহাজারি

২০১৫ সেপ্টেম্বর ২৭ ১৬:২১:০৯
মিনায় পদদলিত হয়ে শরীয়তপুরের ৩ হাজীর মৃত্যু, স্বজনদের আহাজারি

শরীয়তপৃুর প্রতিনিধি : গত বৃহস্পতিবার মক্কার মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশী ১০ জন হাজীর শরীয়তপুরের ৩ জনের নাম নিশ্চিত করেছেন তাদের স্বজনেরা। নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠছে।

নিহতরা হলেন জেলার জাজিরা উপজেলার জব্বার আকন কান্দি গ্রামের মৃত আব্দুল হাকিম আকন্দের বড় ছেলে এম এ রাজ্জাক আকন্দ (৬৫) ও তার স্ত্রী হাসিনা আকতার (৫৫) এবং গোসাইরহাট উপজেলার চরধিপুর গ্রামের আহম্মেদ আলী মৃধা (৬৫) । নিহত আব্বুর রাজ্জাক দীর্ঘ দিন কারা কর্মকর্তা হিসেবে কাজ করে গত বছর কাশিমপুর কারাগারের সিনিয়র সুপার পদ থেকে অবসর গ্রহন করেন। চলতি হজ্ব মৌসুমে দুই স্ত্রীকে সাথে নিয়ে তিনি হজ্জ করতে যান। বর্তমানে ছোট স্ত্রী আফসানা আকতার বেঁচে আছেন এবং তিনি মক্কাতে রয়েছেন। সম্প্রতি তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে একজন পরামর্শক হিসেবে যোগদান করেন। কয়েক বছর যাবৎ তিনি পিরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় থাকতেন। বর্তমানে ঢাকার ধানমন্ডি ৯/এ সড়কের ৯০ নং বাড়িতে তার পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করছেন।
তাদের ৪ মেয়ে ও ২ জন পূত্র সন্তান রয়েছে। বড় মেয়ে শামিমা ইয়াসমিন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী, মেজ মেয়ে সুরাইয়া ইয়াসমিন অস্ট্রেলিয়ায় প্রবাসী, সেজ মেয়ে সারমিন ইয়াসমিন ঢাকা ব্যাংকের কর্মাকর্তা, বড় ছেলে রুবাইয়াদ আদনান একজন চিকিৎসক । ছোট ছেলে আসিফ আদনান ও ছোট মেয়ে নিবিষা আফরিন বিশ্ববিদ্যালয়ে এমবিএ নিয়ে পড়ালেখা করছেন।

জাজিরা আকন কান্দি গ্রামের নিহত রাজ্জাক আকন্দ ও হাসিনা আক্তারের ছেলে ডাক্তার রুবায়েত আদনান তাদের বাবা মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাদের বাড়িতে চলছে আহাজারি। আতœীয় স্বজনেরা খবর পেয়ে বাড়িতে এসে কান্নায় ভেঙ্গে পড়ে। এলাকার শত শত মানুষ খবর পেয়ে বাড়িতে ভিড় জমাচ্ছে। এদিকে আহম্মেদ আলী মৃধার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোসাইরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান দেওয়ান। আহম্মেদ আলী মৃধা ছিলেন অবসর প্রাপ্ত প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক। তিনি ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুর খবরে স্ত্রী আয়শা বেগম নির্বাক হয়ে গেছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার শত শত লোক খবর পেয়ে বাড়িতে ভিড় জমিয়েছে। তার বাড়িতেও চলছে শোকের মাতম।

জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম বলেন, নিহত হাজী রাজ্জাক আকন্দ ও তার স্ত্রী হাসিনা আকতার খুব ভাল লোক ছিল। সৌদি আরবের মিনায় গত বৃহস্পতিবার শয়তানকে পাথর ছুড়তে গিয়ে স্বামী স্ত্রীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । আমারা তাদের মাগফেরাত কামনা করছি।

গোসাইরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান দেওয়ান বলেন, আমাদের এলাকার আহম্মেদ আলী মৃধা তিনি ২ বছর পূর্বে চাকুরী থেকে অবসর গ্রহন করেন। পবিত্র হজ্বব্রত পালন করেত গিয়ে তার মৃতু্য হয়েছে। আমরা তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।




(কেএনআই/এসসি/সেপ্টেম্বর২৭,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test