E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় চাঁদাবাজীর মামলা ইলেকট্রিশিয়ান গ্রেফতার

২০১৫ সেপ্টেম্বর ২৯ ১৯:১১:৫৩
নওগাঁয় চাঁদাবাজীর মামলা ইলেকট্রিশিয়ান গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: মঙ্গলবার নওগাঁর রাণীনগরে দুর্নীতি, অনিয়ম ও বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে সমিতি কর্তৃক বহিঃস্কৃত সেই আলোচিত পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান মোঃ এনামুল হকের (৩৪) বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা হয়েছে।

উপজেলার মধুপুর গ্রামের মোফাজ্জল হোসেন বাচ্চু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ তাকে গ্রেফতার করে আদালদে সোপর্দ্দ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মধুপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহের জন্য স্থানীয় সংসদ সদস্য বরাবর গ্রামবাসী একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সংসদ সদস্য ওই গ্রামে অচিরেই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে তাদেরকে আশ্বাস দেন। এমতাবস্থায় রাণীনগর উপজেলার ছয়বাড়িয়াগ্রামের আকরাম হোসেনের ছেলে ইলেকট্রিশিয়ান এনামুল হক মধুপুরগ্রামে বিদ্যুৎ সরবরাহের খবর জানতে পেরে তখন থেকেই ওই গ্রামের মামলার বাদী মোঃ মোফাজ্জল হোসেন বাচ্চুকে বলে আমাকে ১০ লাখ টাকা দিলে ওপর মহলের লোকজনের সঙ্গে যোগাযোগ করে ওই গ্রামে অতিদ্রুত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিব। বিষয়টি বার বার বাচ্চুকে বলার কারণে বাচ্চু তার গ্রামবাসীদেরকে এনামুলের চাঁদার বিষয়টি অবহিত করেন।

সর্বশেষ সোমবার রাণীনগর উপজেলা পরিষদের গেটের সামনে বাদীর কাছে সাক্ষীদ্বয়ের উপস্থিতিতে তাকে ১০ লাখ টাকা চাঁদা না দিলে ওই গ্রামে বিদ্যুৎ দেয়া হবেনা বলে এনামুল হক মামলার বাদীকে হুমকি প্রদান করে।

এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(বিএম/এলপিবি/সেপ্টেম্বর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test