E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে ডাকাতি, আহত ৩

২০১৪ মে ২৫ ১৫:১৬:৫১
বাউফলে ডাকাতি, আহত ৩

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী বাউফলের বিলবিলাস গ্রামে শনিবার গভীর রাতে এক বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গৃহকর্তৃ নাজমা বেগম, খাদিজা ও রোকেয়া বেগম নামে তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় গৃহকর্তৃ নাজমা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে।

নাজমা বেগমের জামাতা পৌর সদরের ফারুক তালুকদার মহিলা কলেজের ইংরেজি প্রভাষক মিজানুর রহমান জানান, রাত ২ টার দিকে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল তার শশুর মৃত. রফিকুল ইসলামের বিলবিলাস বাজারসংলগ্ন বাসভবনের জানালার গ্রীল ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মোবাইলসেট ও নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এতে বাধা দিলে দূর্বত্তরা তার শাশুরি গৃহকর্তৃ নাজমা বেগম (৫০), খাদিজা (১৮) ও রোকেয়া বেগমকে (৪০) কুপিয়ে ও পিটিয়ে জখম করে। চিৎকারে শুনে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত নাজমা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়।
এ ব্যপারে বাউফল থানার অফিসার ইনচার্জ নরেশচন্দ্র কর্মকার জানান, ‘ডাকাতির ঘটনা ঘটেনি। পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।’

(এমএবি/এএস/মে ২৫, ২০১৪)


পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test