E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হুইল চেয়ার পেলেন ফুলপুরের বীরাঙ্গনা হালিমা খাতুন

২০১৪ মে ২৫ ১৫:৪৫:২৪
হুইল চেয়ার পেলেন ফুলপুরের বীরাঙ্গনা হালিমা খাতুন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ও ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলপুর উপজেলার নাকাগাঁও গ্রামের বীরাঙ্গনা হালিমা খাতুনকে একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে। ময়মনসিংহের ভালুকার প্রতিবন্ধী সেবা ও সহযোগিতা কেন্দ্র থেকে উত্তোলিত হুইল চেয়ারটি শনিবার বীরাঙ্গনা হালিমা খাতুনের ছেলে মাসুদ আলীর কাছে হস্তান্তর করেন ডব্লিউসিএফএফসি ও সামাজিক সহায়তা উদ্যোগের ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়কারী এবং মুক্তিযুদ্ধের গবেষক এ টি এম রবিউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন, সংবাদের ফুলপুর প্রতিনিধি নুরুল আমিন, ইনকিলাব প্রতিনিধি খলিলুর রহমান, আমার দেশ প্রতিনিধি সিদ্দিকুল হাসান, তথ্যধারা প্রতিনিধি এম এ মান্নান, বার্তা সমারোহ প্রতিনিধি মোস্তফা খান প্রমুখ। উল্লেখ্য, গত ১৩ মার্চ ময়মনসিংহ জেলার ১৪ জন বীরাঙ্গনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনুষ্ঠানিকভাবে ৫২ হাজার টাকাসহ সনদপত্র ও উপহার সামগ্রী দেওয়া হয়। হালিমা খাতুন পঙ্গুত্বের কারণে সে অনুষ্ঠানে যোগ দিতে না পারায় পরবর্তীতে তার নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।
(এটিএমআরকে/এএস/মে ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test