E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আদিবাসীদের দাবির মুখে হুইপের স্থান ত্যাগ

২০১৫ অক্টোবর ০৩ ১৮:২৪:৫০
নওগাঁয় আদিবাসীদের দাবির মুখে হুইপের স্থান ত্যাগ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার বেলঘরিয়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করতে গিয়ে আদিবাসীদের দাবির মুখে বিদ্যুৎ সংযোগ না দিয়েই স্থান ত্যাগ করলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি।

ওই গ্রামের শতাধিক আদিবাসী পরিবারে বিদ্যুৎ না দিয়ে শুধু অর্থের বিনিময়ে বিত্তশালীদের ঘরে বিদ্যুৎ দেয়া হচ্ছে, এমন অভিযোগে আদিবাসী নারী-পুরুষ হুইপের কাছে বিদ্যুৎ দাবি করলে তিনি বেকায়দায় পড়েন এবং সংযোগ না দিয়েই তিনি স্থান ত্যাগ করেন।

এলাসকাবাসী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে ২৭৫টি নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করতে যান দলীয় নেতাকর্মীসহ জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু। এ সময় ওই গ্রামের প্রায় শতাধিক আদিবাসী তাদের ঘরে বিদ্যুতের সংযোগ না পাওয়ার ক্ষোভে হুইপের পথরোধ করে। তারা পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তা, ঠিকাদার ও স্থানীয় রাজনৈতিক নেতা বিশেষ করে যারা বিদ্যুৎ প্রদানে কাজ করছে, তাদের ঘুষ-দূর্নীতির কথা তুলে ধরে হুইপের কাছে বিদ্যুৎ দেয়ার দাবি জানান।

তাদের পল্লীতে বিদ্যুৎ না দিয়ে হুইপকে বিদ্যুৎ উদ্বোধন করতে দেয়া হবেনা বলে জানানো হয়। এমন বিব্রতকর অবস্থায় পড়ে বাধ্য হয়ে হুইপ তার দলীয় নেতাকর্মী নিয়ে ওই এলাকা ত্যাগ করে। পরে বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ সংযোগ চালু করে।

(বিএম/এলপিবি/অক্টোবর ৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test