E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা, সড়ক অবরোধ

২০১৪ মে ২৫ ১৭:১৫:০৮
নোয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা, সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি : পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের বিরুদ্ধে হয়রানীর অভিযোগে রোববার নোয়াখালী সরকারি মহিলা কলেজে হামলা ভাংচুর চালিয়েছে পরীক্ষার্থীরা। বিক্ষুদ্ধ পরীক্ষার্থীরা মাইজদী- সোনাপুর প্রধান সড়ক আধাঘন্টা অবরোধ করে রাখে।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, সকাল ১০টা থেকে থেকে নোয়াখালী সরকারি মহিলা কলেজে কেন্দ্রে এইসএসসি বিজ্ঞান বিভাগের গণিত প্রথম প্রত্রের পরীক্ষা দিচ্ছিল নোয়াখালী সরকারি কলেজের পরীক্ষার্থীরা। এ সময় নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষকরা ২০-২৫ পরীক্ষার্থীর কাছ থেকে উত্তরপত্র কেড়ে নিয়ে একঘন্টা আটকে রাখে। এক পর্যায়ে পরীক্ষার্থীরা প্রতিবাদ করলে কয়েক জনের প্রবেশপত্র কেড়ে নিয়ে ছিড়ে ফেলেন শিক্ষকরা। এতে ক্ষুদ্ধ হয়ে শিক্ষার্থীরা পরীক্ষা শেষে কলেজের বিভিন্ন কক্ষের দরজা জানালা ভাংচুর করে।
এরপর আধ ঘন্টা মাইজদী- সোনাপুর প্রধান সড়ক অবরোধ করে পরীক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উল্লেখ্য গত কয়েক বছর থেকে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা নোয়াখালী সরকারি মহিলা কলেজে এবং নোয়াখালী সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীরা নোয়াখালী সরকারি কলেজে পরীক্ষা দিয়ে আসছে। এনিয়ে মহিলা কলেজের শিক্ষকদের বিরুদ্ধে নোয়াখালী কলেজের পরীক্ষার্থীদেরকে হয়রানীর অভিযোগ উঠে আসছে।
(জেএইচবি/এএস/মে ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test