E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদাবাজের অত্যাচার থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

২০১৪ মে ২৫ ১৮:৪০:৫৮
চাঁদাবাজের অত্যাচার থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি : এক চাঁদাবাজের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় নড়াইল শহরের আলাদাতপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন আলাদাতপুরের রফিকুল ইসলামের স্ত্রী আসমা আক্তার।

আসমা জানান, নড়াইল পৌরসভার আলাদাতপুরের আতিয়ার রহমানের ছেলে জিয়াউর রহমান জামি সম্প্রতি বাড়ির জমি দখল করে গাছপালা কেটে ফেলে। এমন কী পুলিশ দিয়ে হয়রানির চেষ্টা চলছে। আসমা আক্তার অভিযোগ করেন, তার ভাসুর পক্ষঘাতগ্রস্থ আব্দুল আওয়াল মজুকে শারীরিকভাবে লাঞ্চিত করে জামি। এছাড়া সাংবাদিক পরিচয় দিয়ে জিয়াউর রহমান জামি নড়াইলের কালিয়ার কাঞ্চনপুর গ্রামে স্কুলছাত্রী জুলেখা হত্যাকান্ড ভিন্নখাতে নেয়ার চেষ্টা চালায়।

এছাড়া হত্যার সাথে জড়িতদের কাছ থেকে মোটা অংকের টাকাও আদায় করে। কয়েকমাস আগে নড়াইল সাব-রেজিষ্ট্রি অফিসে চাঁদাবাজি করতে গিয়ে দলবলসহ গণপিটুনির শিকার হয়। এছাড়াও জামির বিরুদ্ধে অন্যের জমি জালিয়াতির একাধিক অভিযোগ রয়েছে।

(আরএম/এটিআর/মে ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test