E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিমলায় প্রতিমা সাজানোর কাজে ব্যস্ত মৃৎ শিল্পীরা

২০১৫ অক্টোবর ০৮ ১৫:২৭:২৪
ডিমলায় প্রতিমা সাজানোর কাজে ব্যস্ত মৃৎ শিল্পীরা

নীলফামারী প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে যাচ্ছে, হিন্দু ধর্মাবলম্বিদের সচচেয়ে বড় ধর্মীয় উৎসব 'শারদীয় দূর্গাপূজা'।

নীলফামারীর ডিমলা উপজেলায় মোট ৭৭টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে জানিয়েছে, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মহিত কুমার সিংহ রায় ও সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র রায়।

ডিমলা সদর ইউনিয়নে ২২টি, পশ্চিমছাতনাই ইউনিয়নে ২টি, বালাপাড়া ইউনিয়নে ৯টি, খগাখড়িবাড়ী ইউনিয়নে ৫টি, গয়াবাড়ী ইউনিয়নে ১০টি, নাউতারা ইউনিয়নে ১১টি, খালিশা চাপানী ইউনিয়নে ১২টি, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৫টি, টেপাখড়িবাড়ী ইউনিয়নে ১টি সহ মোট ৭৭টি পূজা মন্ডপে পূজা উদযাপন করার সকল প্রস্তুতি প্রায় শেষ, তবে উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নে একটি মাত্র হিন্দু পরিবার (যার সদস্য সংখ্যা-৫) বসবাস করেন মর্মে ওই ইউনিয়নে পূজা উৎযাপিত হবেনা বলে জানিয়েছে উৎযাপন কমিটি।

দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলছে দূর্গা মাকে বিভিন্ন রঙ্গে সাজানোর প্রতিযোগিতা।

আগামী ১৯/১০/১৫ইং (ষষ্ঠি) বেল পুজার মধ্য দিয়ে শুরু করে আগামী ২২/১০/১৫ইং (দশমী) বিজয়ার মাধ্যমে বিসর্জন দিয়ে শেষ হবে এই মহোৎসবের।

(এমআইএস/এলপিবি/অক্টোবর ৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test