E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাস চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু, বালিয়াকান্দিতে শোক

২০১৫ অক্টোবর ১০ ১৬:০৭:১৬
বাস চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু, বালিয়াকান্দিতে শোক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান (৬৫) ঢাকায় মালিবাগ সুপার মার্কেটের সামনে থেকে এই দূর্ঘটনার স্বীকার হন।

আহত হয়েছেন তার সঙ্গে থাকা মেয়ে সাজমিন রহমান।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে বালিয়াকান্দি উপজেলার ভাইস চেয়ারম্যান হারুন অর-রশিদ মানিক আমাদের জানান, মোঃ মতিয়ার রহমান সকালে তার মেয়ে সাজমিন রহমানকে বিশ্ববিদ্যালয়গামী বাসে তুলে দিতে রিকশাযোগে মালিবাগে যাচ্ছেলেন। রিকশা মালিবাগ সুপার মার্কেটের সমানে পৌঁছালে পেছন থেকে আসা একটি বাস তাদের চাঁপা দেয়। ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমানের মৃত্যু ঘটে।

মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে ঢাকাস্থ বালিয়াকান্দি সমিতির জয় চক্রবর্তী নিশ্চিত করেছেন।

ঢাকার খিলগাঁওয়ে বাঁধন ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন মোঃ মতিয়ার রহমান এছাড়া ঢাকাস্থ বালিয়াকান্দি সমিতির সহ-সভাপতি থেকে নিজ গ্রাম চাষাবিলায় মানুষের পাশে থাকতেন এই বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান। ঈদুল আযহার তিনদিন পরে বালিয়াকান্দি উপজেলা হলে তিনি নিজে উপস্থিত থেকে মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদন করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। মরহূমের প্রথম নামাজের জানাজা ঢাকার মালিবাগে এবং দ্বিতীয় নামাজের জানাজা ৭.৩০ মিনিটে গ্রামের বাড়ি চাষাবিলায় এবং বালিয়াকান্দি ঈদগাহ ময়দানে ৮.৩০ মিনিটে তৃতীয় জনাজা শেষে বালিয়াকান্দি কবরস্থানে দাফন করা হবে।

(ডিবি/এলপিবি/অক্টোবর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test