E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়, এটি ভ্রাতৃত্বের সম্পর্ক: শ্রী সন্দীপ মিত্র

২০১৫ অক্টোবর ১০ ১৬:৫৫:৫৬
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়, এটি ভ্রাতৃত্বের সম্পর্ক: শ্রী সন্দীপ মিত্র

নওগাঁ প্রতিনিধি: ভারতীয় হাই কমিশন রাজশাহী কার্যালয়ের সহকারী হাই কমিশনার শ্রী সন্দীপ মিত্র বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানীদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে এদেশের মুক্তিযোদ্ধাদের রক্তের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী মিত্র বাহিনীর রক্ত মিশে আছে।

তাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়। সেটি রক্তের ও ভ্রাতৃত্বের সম্পর্ক। তাই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাক, ভারত তা মনে প্রানেই চায়। আর এক্ষেত্রে ভারতীয় সহায়তা অব্যাহত থাকবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ মুক্তি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সমাবেশ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার হারুন-অল-রশীদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ রাশিদুল হক এবং সহকারী হাই কমিশনারের সহধর্মিনী শ্রীমতি সীমা মিত্র।

সভায় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র আরও বলেন, নওগাঁর মানুষের কাছে যে প্রাণঢালা ভালোবাসা আর সৌহার্দপূর্ণ আতিথেয়তা পেয়েছি, তাতে আমরা আপ্লুত।

তিনি বলেন, বাংলাদেশীদের বিভিন্ন কারণে ভারতে গমনের জন্য ভিসা ব্যবস্থা সহজ করা হয়েছে। প্রয়োজনে নিয়মের মধ্যে আরও সহজ করা হবে। এছাড়াও ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে শিক্ষা সহায়তা প্রদান করা হয়, তা আরও সম্প্রসারিত করার সুপারিশ করবেন বলে তিনি উল্লেখ করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ শফিকুল ইসলাম খান, জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন, সদর উপজেলা ইউনিট কমান্ডার গোলাম সামদানী, মুক্তিযোদ্ধা এবিএম ফারুক, হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্র স্বস্ত্রীক ৩ দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে নওগাঁয় আসেন। নওগাঁয় অবস্থানকালে তিনি স্থানীয় বিভিন্ন মন্দির, মহাশ্মশান, পরিদর্শনসহ সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ আয়োজিত এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত পৃথক সংবর্ধনা সভায় যোগদান করেন।

(বিএম/এলপিবি/অক্টোবর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test