E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

২০১৫ অক্টোবর ১১ ১৪:০৬:৩১
গাইবান্ধায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি: “কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ” এই স্লোগানকে সামানে রেখে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং এসকেএস (ইমেজ প্রজেক্ট) এর সহযোগিতায়  রবিবার জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।

এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে স্থানীয় বিজয় স্তম্ভে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. শামসুল আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরুজা বানু শিখা, এসকেএস ফাউন্ডেশনের অ্যাডভোকেসী সমন্বয়কারী ইসমাইল হোসেন, ইমেজ প্রজেক্ট ম্যানেজার তারজিনা খাতুন, হামিদা বানু রিক্তা, অঞ্জলী রানী, ইমেজ প্রজেক্টের বিবাহিতা কিশোরী আন্জু আরা বেগম, মনিকা আকতার, তমা আকতার, ফারিয়া আক্তার, নুসরাত জাহান প্রমুখ।

পরে কন্যা শিশুদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য পরামর্শ প্রদান করা হয় এবং ইমেজ প্রজেক্টের পক্ষ থেকে উপস্থিত স্কুল ও কলেজের ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সম্মত প্যাকেট করা ন্যাপকিন দেওয়া হয়।

(আরআই/এলপিবি/অক্টোবর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test