E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও কনভেনশন প্রস্তুতি কমিঠি গঠন

২০১৫ অক্টোবর ১০ ২৩:০৫:১৯
দিনাজপুরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও কনভেনশন প্রস্তুতি কমিঠি গঠন

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও কনভেনশন প্রস্তুতি কমিটি আয়োজিত জেলা ভিত্তিক কনভেনশনের প্রস্তুতির লক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর ১২টায় দিনাজপুর শহরের শিল্পকলা একাডেমিতে কমরেড আব্দুর হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে তিস্তা কনভেনশন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, অভিন্ন তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশ আজ পর্যন্ত তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। ভারতের পক্ষ থেকে দীর্ঘ সুত্রতার কারণে তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন করা সম্ভব হয়নি। যার ফলে খড়া মৌসুমে নদীর অববাহিকা অঞ্চলে ও সমগ্র উত্তরাঞ্চল মরু প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। এতে আমাদের কৃষির উৎপাদন দারুণভাবে বাধাগ্রস্ত হবে। এমতাবস্থায় তিস্তার পানি বন্টন চুক্তি খুবই প্রয়োজন। এ সমস্যা নিয়ে আগামী ৩০ নভেম্বর উত্তরাঞ্চলের জেলাগুলোর সমন্বয়ে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে তিস্তা কনভেনশন অনুষ্ঠিত হবে।

তিস্তা প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন কমরেড হাবিব রহমান। আরো বক্তব্য রাখেন তিস্তা কনভেনশন রংপুর জেলা কমিটির আহবায়ক অশোক কুমার, মুজিবর রহমান, মোঃ ক্লিপটন প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রবিউল আউয়াল খোকা। সভায় সর্বসম্মতিক্রমে কমরেড আব্দুল হককে আহবায়ক, মোঃ মুজিবর রহমানকে যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিব রবিউল আউয়াল খোকাসহ ২১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা কনভেনশন আহবায়ক কমিটি গঠন করা হয়।

(এসআর/এসএমএস/অক্টোবর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test