E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদনে অগ্নিকান্ডে সূতিয়ারপাড়বাসী আতঙ্কিত

২০১৫ অক্টোবর ১১ ১৭:২৬:৪০
মদনে অগ্নিকান্ডে সূতিয়ারপাড়বাসী আতঙ্কিত

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলার কাইটাল ইউনিয়নের সূতিয়ারপাড় গ্রামে বেশ কিছুদিন ধরে দুর্বৃত্তরা বসতঘর ও গোয়ালঘর আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

শনিবার রাতে এই গ্রামের মুর্তুজ আলীর বসতঘরে আগুন দেয়ার প্রস্তুতি নিলে ৮ম শ্রেণির ছাত্র শামীম জেগে উঠলে আগুন দেয়ার কেরোসিন ও পাটের সরঞ্জমাদি রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গত কয়েক দিনে কৃষক মজিবুরের বসতঘর আগুনে পুড়ে দুই লক্ষাধিক টাকার মালামাল ও নবাব মিয়ার গোয়ালঘরে আগুন দিলে দুইটি গরু পুড়ে যায়। এই নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও দুর্বৃত্তদের সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে এলাকাবাসী অজ্ঞাত আগুনের ভয়ে আতঙ্কে রাত্রি যাপন করছেন।

মুর্তুজ আলীর ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্র শামীম জানান, রাত দুইটার দিকে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ঘরের পাশে একটি বাঁশের মধ্যে পাট ফেচানো কেরসিন মিশ্রিত আগুন দেয়ার বস্তু পাওয়া যায়। ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মদন থানার ওসি এস.এম. মফিজুল ইসলাম জানান, ঘটনাটি রহস্যজনক তবে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে।

মদন উপজেলার চেয়ারম্যান এম.এ. হারেছ জানান, দুর্বৃত্তদের আগুনে সূতিয়ারপাড়বাসী আতঙ্কিত হওয়ার খবরের প্রেক্ষিতে রবিবার সকালে সূতিয়ারপাড় গ্রাম পরিদর্শন করি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্ণবাসনের জন্য সরকারী সম্ভাব্য সব ধরনের সাহায্য দেবার আশ্বাস দেই এর সাথে বিষয়টি উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করি।

(এএমএ/এলপিবি/অক্টোবর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test