E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে চোরাই সারসহ আটক ১

২০১৫ অক্টোবর ১১ ১৮:০০:৫২
বাগেরহাটে চোরাই সারসহ আটক ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় পাচার কালে ১৩ বস্তা সরকারি সারসহ মিজান খান (৩৫) নামের এক পারচারকারীকে আটক করেছে পুলিশ।

এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটর সাইকেল, একটি ইঞ্জিন চালিত টমটম ও একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

শনিবার মধ্যরাতে সাউথখালী ইউনিয়নের বকুলতলা সাম বেপারীর ব্রিজের উপর থেকে একটি টমটম বোঝাই সারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যায় সুন্দরবনের বগী-শরণখোলা ভারানী খালে নোঙর করা লাইটারেজ জাহাজ থেকে চোরাকারবারীরা চোরাই ইউরিয়া সার নামায়। রাত সাড়ে ১১টার দিকে টমটম বোঝাই করে ওই সার পাচারকালে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন।

পরে পুলিশ সারসহ পাচারকারীকে আটক করে।

আটক মিজানুর রহমান খান উপজেলার খুড়িয়াখালী গ্রামের বজলুর রহামনের ছেলে।

মামলার বাদী জানান, পাহারাদার নামধারী স্থানীয় একটি পাচারকারী চক্র এ কাজের সাথে জড়িত। তারা নোঙর করা ওইসব জাহাজ থেকে সার, সিমেন্ট, তেলসহ বিভিন্ন মূল্যবার দ্রব্য চোরাই পথে নামিয়ে পাচার করে আসছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, রাতে খবর পেয়ে ১৩ বস্তা ইউরিয়া সারসহ পাচারকারীকে আটক করা হয়। আটক মিজানের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারায় মামলা হয়েছে।

(একে/এলপিবি/অক্টোবর ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test