E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের বাড়ি নওগাঁয়

২০১৫ অক্টোবর ১২ ১৮:১৭:১৭
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই এলাকায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ জনের মধ্যে ৬ জনেরই বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। এ ঘটনার পর থেকে নিহতদের এলাকায় চলছে শোকের মাতম। হতাহতের খবর ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রামের মানুষ ছুটে আসছেন নিহতদের বাড়িতে। স্বজনদের আহাজারি আর আর্তনাদে গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

সোমবার সরেজমিনে গ্রামে গিয়ে জানা গেছে, এদিন ভোরে মিরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন, আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিলগ্রামের রিয়াজ মোল্লার ছেলে সাজেদুর রহমান (৩০), নূরুদ্দীনের ছেলে আলম হোসেন (২৮), জিয়ারুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫), কফিল উদ্দীনের ছেলে কালাম হোসেন (২৮) ও রমেশের মেয়ে জামাই টিপু (৩২) ও পার্শ্ববর্তী একই উপজেলার গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনু (৩৫)।

গ্রামবাসীরা জানান, রবিবার বিকেলে একই এলাকার আট যুবক চাল বোঝাই একটি ট্রাক যোগে নওগাঁ থেকে চট্রগ্রামে রওনা দেন। তারা চট্রগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করতেন। ঈদের পর বাড়িতে এসে ছুটি কাটিয়ে আবারো কর্মস্থলে যাচ্ছিলেন। পথে দূর্ঘটনায় পড়েন তারা। দূর্ঘটনার সময় ওই ট্রাকে থাকা সাইফুল ইসলাম (২৮) ও শাহ আলম (২২) নামে আরো দুই যুবক আহত হয়েছেন। ঘটনার পর তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা। আহত সাইফুল ইসলাম জেলার আত্রাই উপজেলার উত্তর বিলগ্রামের বাসিন্দা। শাহ আলম জামগ্রামের মুর্র্শিদের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন জনপ্রতিনিধি আব্দুস শুকুর সরদার বলেন, ঘটনার খবর পেয়ে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিটি বাড়িতে চলছে কান্নার রোল। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(বিএম/এএস/অক্টোবর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test