E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ সম্মাননা পাওয়ায় সুন্দরগঞ্জে সমাবেশ

২০১৫ অক্টোবর ১৩ ১৪:৫৭:৩৫
প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ সম্মাননা পাওয়ায় সুন্দরগঞ্জে সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অফ দি আর্থ ও আইসিটি সম্মানে ভূষিত হওয়ায় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সুন্দরগঞ্জের সর্বস্তরের সহস্রাধিক মানুষ এই কর্মসূচীতে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়।

বিশাল সমাবেশ ও র‌্যালীটি দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বধীন প্রতি সমর্থন এবং এমপি লিটনের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ সমাবেশে পরিণত হয়। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল থেকে লিটনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের শ্লোগান দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে একটি বিশাল র‌্যালী সুন্দরগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সোমবার ন্দরগঞ্জের নাগরিক ঐক্য পরিষদ এই সমাবেশ কর্মসূচীর আয়োজন করে। র‌্যালী শেষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে আয়োজিত সমাবেশটি স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীর প্রতিবাদে সোচ্চার এক বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মঞ্জু।

সমাবেশে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ একেএম হাবিব সরকার, মহিলা আওয়ামী লীগের আহবায়ক উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, আহসানুল করিম চাঁদ, সমস উদ্দিন বাবু, মিজানুর রহমান মিজান, কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাস্টার, যুবলীগের আহবায়ক রেজাউল আলম রেজা, ছাত্রলীগের আহবায়ক সামিউল ইসলাম সামু, ফয়সাল শিকদার আরিফ, রফিকুল আলম রিমন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার প্রমুখ।

বক্তারা বলেন, এমপি লিটনের গ্রেফতারের দাবির নামে জামায়াতসহ সরকার বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে আ’লীগের সুযোগ সন্ধানী দলছুট নেতারা।

তারা বলেন, আওয়ামী লীগের দু’চারজন পদধারীদের বক্তব্য সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বক্তব্য নয়। গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যখন জামায়াত এলাকায় তান্ডব চালায় তখন লিটন ছাড়া কেউ সুন্দরগঞ্জের সর্বস্তরের মানুষ ও আওয়ামী লীগের পাশে লিটন ছাড়া আর কেউ ছিলেন না। তারা বলেন, এমপি লিটনের সক্রিয় তৎপরতার কারণেই সুন্দরগঞ্জে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নিজেদের প্রভাব অক্ষুন্ন রেখে রাজনীতি করতে পারছে।

বক্তারা শেখ হাসিনাকে জাতি সংঘ কর্তৃক সম্মাননা প্রদান করায় অভিনন্দন জানান এবং তার যোগ্য ও সফল নেতৃত্বে বঙ্গবন্ধুর কাংখিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রতি সমর্থন ও আস্থা ব্যক্ত করেন। সেই সাথে এমপি লিটনের বিরুদ্ধে এই হয়রানী ও ষড়যন্ত্রে দল এবং সরকারকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

অন্যথায় জামায়াত-শিবির ও বিএনপি চক্রের অনাচার থেকে সুন্দরগঞ্জবাসিকে রক্ষা করা কখনই সম্ভব হবে না। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, যারা এই ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছেন তাদের ষড়যন্ত্র কখনই সফল হবে না।

আওয়ামী লীগকে কোণঠাসা করে জামায়াত-শিবির বিএনপি চক্রের পুনঃ প্রতিষ্ঠার ষড়যন্ত্র সুন্দরগঞ্জবাসী যেকোন মূল্যে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবেই।

(আরআই/এএস/অক্টোবর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test