E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একাধিক গৃহবধূর আপত্তিকর ছবি-তথ্য ইন্টারনেটে

আসামি খায়রুল এখনও ধরাছোঁয়ার বাইরে

২০১৫ অক্টোবর ১৪ ১৪:০৬:২২
আসামি খায়রুল এখনও ধরাছোঁয়ার বাইরে

দেবহাটা প্রতিনিধি: একাধিক গৃহবধূর আপত্তিকর ছবি ও তথ্য ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইটে ছড়িয়ে দেয়ার ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলার প্রধান আসামি দেবহাটার খায়রুল বাসার সুজন।

বর্তমানে সে পলাতক অবস্থায় আত্মগোপনে থাকলেও, তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেবহাটা ও সাতক্ষীরা সদর থানায় দায়েরকৃত পৃথক এ দুটি মামলার তদন্তকারী কর্মকর্তারা।

পৃথক এ দুটি মামলারই মূল আসামি খায়রুল বাসার সুজন দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের গফুর সরদারের পুত্র।

দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে বিরক্ত ও পরবর্তীতে গৃহবধূদের আপত্তিকর ছবি-তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার পৃথক ঘটনায় মূল আসামি উল্লেখ করে গত মাসেই দেবহাটা ও সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং নারী-শিশু নির্যাতন দমন আইনে পৃথক মামলা দুটি দায়ের করা হয়। তার মধ্যে কুলিয়ার বালিয়াডাঙ্গা গ্রামের এক গৃহবধূর আপত্তিকর ছবি-তথ্য ইন্টারনেটে প্রকাশের অভিযোগে খায়রুল বাসার সুজনকে আসামি করে ভিকটিম ওই মহিলার স্বামী প্রবাসী মিন্টু নুরুল রইচ বাদী হয়ে দেবহাটা থানাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা (নং-১৬/২২৬) এবং একই এলাকার ফয়সাল রেজার স্ত্রী বাদী সাতক্ষীরা সদর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে অপর মামলাটি (নং-২৯/৪৪৩) দায়ের করেন।

কিন্তু মামলা দুটি দায়েরের একমাস অতিবাহিত হলেও ঘটনার মূলহোতা উক্ত খায়রুল বাসার সুজন এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকায় উদ্বিঘ্ন ও ভয়ভীতিতে দিন কাটাচ্ছেন পৃথক এ দুটি ঘটনার ভিকটিমসহ তাদের পরিবার।

(এমকেএ/এলপিবি/অক্টোবর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test