E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় নিরাপত্তাহীনতায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভবেন্দ্র নাথ পাল

২০১৫ অক্টোবর ১৪ ১৪:৪৪:০৮
নওগাঁয় নিরাপত্তাহীনতায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভবেন্দ্র নাথ পাল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলার ভান্ডারা গ্রামের অধিবাসী বৃদ্ধ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ভবেন্দ্র নাথ পাল (৬৫) প্রভাবশালী প্রতিবেশী শরিকানদের হামলা, মারপিট ও প্রাণনাশের হুমকিতে স্ব-পরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে থানায় অভিযোগ করলে ওইসব প্রতিবেশী আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা শিক্ষক ভবেন্দ্র নাথকে তার নিজ বাড়ি থেকে বেরোনোর পথ বন্ধ করে দিয়েছেন। ওই পথে হাঁটলে তাকে মেরে হাত-পা ভেঙ্গে লাশ বস্তাবন্দী করার হুমকি দেয়া হয়েছে।

বুধবার এ ব্যাপারে রানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নির্যাতিত স্কুল শিক্ষক ভবেন্দ্র নাথ পাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষকের প্রতিবেশী শরিকান সাবেক বিডিআর সদস্য সুমন চন্দ্র পাল পিলখানায় বিডিআর হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে বর্তমানে চাকরিচ্যুত অবস্থায় থেকে নিজ গ্রামে বসবাস করে ভবেন্দ্র নাথসহ এলাকার সাধারণ মানুষের ওপর ত্রাস সৃষ্টি করেছেন। তারা অবসরপ্রাপ্ত শিক্ষক ভবেন্দ্র নাথকে ভিটে-মাটি থেকে উচ্ছেদ করতে মাঝে মধ্যেই হামলা, মারপিট করে আসেন। শনিবার শিক্ষক ভবেন্দ্র নাথ তার নিজস্ব জমিতে প্রাচীর নির্মাণ করতে গেলে, সুমনের নেতৃত্বে প্রতিপক্ষরা শিক্ষক ভবেন্দ্র নাথ, তার স্ত্রী পল্লবী রানী ও পুত্র বনমালির ওপর চড়াও হয়। সোমবার সন্ধ্যায় এ ব্যাপারে বৃদ্ধ শিক্ষক নিরাপত্তার দাবিতে সুমন চন্দ্র পাল, গোবরধন পাল, নিতাই চন্দ্র পাল, গৌতম চন্দ্র পালসহ আরো ৪/৫ জনের বিরুদ্ধে রানীনগর থানায় অভিযোগ করলে মঙ্গলবার পুলিশ বিষয়টি তদন্ত করতে যায়। পুলিশ ফিরে গেলে উক্ত সুমন পাল, সুরেশ পাল ও আনন্দ পাল ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ভবেন মাষ্টারের বাড়ি থেকে বেরোনোর পথ বন্ধ করে দেন। সেইসঙ্গে ওই পথে হাঁটলে বৃদ্ধ ভবেন মাষ্টার ও তার স্ত্রী-সন্তানদের হাত-পা ভেঙ্গে দেয়াসহ প্রয়োজনে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।

বিষয়টি নিয়ে বৃদ্ধ স্কুল শিক্ষক ভবেন্দ্র নাথ পাল স্ব-পরিবারে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপন করছেন।

নির্যাতিত পরিবারের লোকজন এবং নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র জানায়, প্রতিপক্ষরা এতই প্রভাবশালী যে, স্থানীয় নিরীহ লোকজন তাদের অপকর্মের বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারছেনা। কেউ বৃদ্ধ মাষ্টারের পক্ষে কথা বললে তাকে মারপিট বা মিথ্যা কোন মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকিও দেয়া হয়েছে। ফলে কেউ মুখ খুলতে সাহস করছেনা।

বৃদ্ধ স্কুল শিক্ষক ভবেন্দ্র নাথ পাল এমতাবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করেছেন।

(বিএম/এলপিবি/অক্টোবর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test