E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০১৫ অক্টোবর ১৪ ১৪:৫৩:৩২
নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় আহত ভটভটি চালক আলম (২৫) ও যাত্রী শ্রী অনুকুল (২২) বুধবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

চালক আলম উপজেলার খোট্রাপাড়া গ্রামের আবুল খায়ের মন্ডলের পুত্র এবং অনুকুল পার্শ্ববর্তী পোরশা উপজেলার বড়গুন্দইল গ্রামের সতিশ বর্মনের পুত্র।

জানা গেছে, মঙ্গলবার বেলা ২টার দিকে খোট্রাপাড়া মোড় থেকে যাত্রীবাহী একটি ভটভটি উমইল হাটের উদ্দেশ্যে রওনা হয়ে নিশ্চিন্তপুর সরাইগাছি সড়কের ভেড়াকুড়ি ব্রীজের নিকট পৌঁছিলে বিপরীত দিক থেকে পোরশা অভিমুখে আসা একটি পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ বাধে। এ সময় ভটভটি ও পিক-আপ ভ্যানটি দুমড়ে মুচড়ে উল্টে রাস্তার পার্শ্বে পড়ে গেলে পিক-আপ ভ্যানের চালকসহ ভটভটি চালক ও প্রায় ১০/১২ জন যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের সাপাহার হাসপাতালে নিয়ে গেলে ভটভটি চালক, আলম, যাত্রী অনুকুল ও পিক-আপ চালক হাসানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীনাবস্থায় রাতে ভটভটি চালক আলম ও যাত্রী অনুকুল মারা যায়।

এছাড়া ওই দুর্ঘটনায় আরো আহত ১০জন রোগী এখন সাপাহার হাসপাতালে ভর্তি রয়েছে।

(বিএম/এলপিবি/অক্টোবর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test