E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পরিবহন ধর্মঘটে উত্তরবঙ্গে নাকাল যাত্রীরা

২০১৪ মে ২৫ ২১:৫০:০৯
পরিবহন ধর্মঘটে উত্তরবঙ্গে নাকাল যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি : মহাসড়কে অবৈধ নসিমন-করিমন বন্ধসহ ছয়দফা দাবিতে উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট ডাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

এছাড়া গভীর রাতে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ছেড়ে আসা বাস-ট্রাকগুলো বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে আটকে দেয় সিরাজগঞ্জের শ্রমিক-মালিকরা। এতে করে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

তবে দুর্ভোগে মানবিক চিন্তা করে মটর শ্রমিকরা দুপুর সাড়ে ১২টার দিকে সেগুলো ছেড়ে দেয়।

এদিকে, সকল যানবাহন বন্ধ থাকায় রিক্সা ও অটোরিক্সার কদর বেড়ে যাওযায় তারা ভাড়াও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে রেলে যাত্রীর সংখ্যা বেড়ে গেছে। ট্রেনের ভিতরে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

রায়গঞ্জের দেরাগবাড়ী গ্রামের শ্রমিক লালচাঁন হোসেন চেরাগ জানান, বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগ হচ্ছে। কোর্টে হাজিরা থাকায় চারগুণ টাকা খরচ করে সিরাজগঞ্জে আসতে হয়েছে।

ট্রেন যাত্রী কাজিম উদ্দিন ও মাজেদা বেগম জানান, ঢাকায় জরুরি কাজ বাস বন্ধ তাই বাধ্য হয়ে ট্রেনে দাঁড়িয়েই ঢাকা যাচ্ছি।

শহীদ এম. মনসুর আলী স্টেশনে কর্মরত মমরেজ আলী জানান, বাস-ট্রাক বন্ধ থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা বেড়ে গেছে।

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী জানান, দাবি পূরণের ব্যাপারে আলোচনা করতে সরকার বা প্রশাসনের কেউ এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

তিনি জানান, আমরা সাধারণ মানুষদের দুর্ভোগ দিতে রাজি নই। কিন্তু সরকার আশ্বাস দিয়ে তা পালন করছে না। পাশাপাশি প্রশাসনও শ্রমিকদের হয়রানিসহ অর্থের বিনিময়ে মহাসড়কে নসিমন-করিমন অবাধে চালাতে দিচ্ছে।

ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মিলাদুল হুদা জানান, মহাসড়কে কোনো যানবাহন আটকে রাখতে দেয়া হবে না। বিষয়টি দেখার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, ইতোমধ্যে সিরাজগঞ্জ জেলার শ্রমিক-মালিক নেতাদের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল সোমবার বিষয়টি মীমাংসায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে শ্রমিক-মালিক নেতাদের জরুরি বৈঠক হবে।

(ওএস/এস/মে ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test