E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি লিটনকে আদালতে তোলা হবে আজ

২০১৫ অক্টোবর ১৫ ১১:০০:০৭
এমপি লিটনকে আদালতে তোলা হবে আজ

স্টাফ রিপোর্টার :শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তারের পর গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।

রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে বুধবার রাতে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রো করে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাসান সর্দার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এমপি লিটনকে সকাল সাড়ে ৬টার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। আজ যেকোনো সময় তাকে আদালতে তোলা হবে বলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জিন্নাত আলী জানান, নিরাপত্তার কারণে এমপি লিটনকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। ডিবি কার্যালয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে কি না সে বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। এদিকে এমপি লিটন গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়লে সৌরভের পরিবার ও সুন্দরগঞ্জ উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

প্রসঙ্গত, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর রাসুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের হাফিজার রহমান।
(ওএস/এসসি/অক্টোবর১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test