E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীশংকৈলে হুমকীর মুখে পাইলট স্কুল ব্রিজ, নির্বিকার প্রশাসন

২০১৫ অক্টোবর ১৫ ১৭:৩৫:০৩
রাণীশংকৈলে হুমকীর মুখে পাইলট স্কুল ব্রিজ, নির্বিকার প্রশাসন

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বাধীনতার পর অনেক দেন দরবার আর অপেক্ষার প্রহর শেষে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ পাইলট স্কুল ব্রিজটির নির্মাণের উদ্যোগ নেন এবং নির্মাণ করেন।

অথচ পাইলট উচ্চ বিদ্যালয় সন্নিকটে সদ্য নির্মিত ব্রীজ সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে ব্রীজটি হুমকীর মুখে পড়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে মাটির গভীরতা বেড়ে যাওয়ায় যে কোন সময় ব্রীজটির ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। কোন পরিকল্পনা ছাড়াই এসব বালু উত্তোলন করছে কিছু সুবিধাবাদি চক্র।

আর এই সুবিধা চক্রের অন্যতম নেতা হলো উপজেলার দোশিয়া গ্রামের আঃ হামিদের ছেলে নুর আলম। তিনি শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে সুবিধা লুটছে। হুমকীর মুখে পড়ছে এলাকাবাসীর অনেক দিনের চাওয়া পাওয়া অনেক সাধনার ফসল পাইলট হাই স্কুল সংলগ্ন ব্রীজটি। ঐ এলাকার অনেকে বলেন নুর আলম এই বালু গুলো তুলে বিক্রি করে তাকে নিষিধ করলে সে বলে আমাকে প্রশাসনের লোক বালু তুলতে বলেছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নাহিদ হাসানের সাথে কথা হলে তিনি বলেন, আমি বিষয়টি জানি না আপনাদের মাধ্যমে জানলাম, বিষয়টি অবগত হলাম বালু উত্তোলনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অথচ বিগত কয়েকদিন ধরে ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন হচ্ছে শত বছরের একটি প্রতিষ্ঠান পাইলট স্কুল যেতে হয় এই ব্রিজের উপর দিয়ে, সেই গুরুত্বপূর্ণ ব্রিজ থেকে বালু উঠছে অথচ তিনি জানলেন আজ। রানীশংকৈল সচেতন মহল উর্ধ্বতন কৃর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

(এমকেএ/এলপিবি/অক্টোবর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test