E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় আর্জাতিক নারী দিবস পালিত

২০১৫ অক্টোবর ১৬ ১২:৪৯:৫৫
গাইবান্ধায় আর্জাতিক নারী দিবস পালিত

গাইবান্ধা  প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস, বিশ্বা খাদ্য দিবস ও আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস উপলক্ষ্যে গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার তিনদিনব্যাপী মেলা ও প্রচারাভিযান শুরু করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী দিনে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘গ্রামীণ নারীর অংশ গ্রহণ ও নেতৃত্বকে সহায়তা কর’। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র. মো. শামছুল আলম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাদুল্যাপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জহুর“ল কাইয়ুম, গ্রামীণ নারী ফেডারেশনের শাহীনুর বেগম। এতে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম।
প্রসঙ্গত উল্লেখ্য যে, পরিবর্তিত জলবায়ুতে দূর্যোগ মোকাবেলায় সক্ষম বাংলাদেশের সহশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে চলার অন্যতম অংশীদার আমাদের কৃষি ও কৃষির উপর নির্ভরশীল গ্রামীণ জীবনযাত্রা। ২০১৫ পরবর্তী স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নদী, নদী অববাহিকায়, চর ও গ্রামীণ জনপদসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে ১৫ অক্টোবর বৃহস্পতিবার আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস, ১৬ অক্টোবর শুক্রবার বিশ্ব খাদ্য দিবস ও ১৭ অক্টোবর শনিবার আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস উপলক্ষ্যে সচেতন সৃষ্টি,প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির কোন বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে গাইবান্ধার অন্যতম সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র ১৫ থেকে ১৭ অক্টোবর তিনদিনব্যাপী প্রচারভিযান ও মেলার আয়োজন করেছে।
এ উপলক্ষ্যে স্থানীয় পৌর পার্ক শহীদ মিনার চত্বরে পুষ্টি, সাস্থ্য, পল্লী তথ্য ও প্রযুক্তি শিক্ষা কর্মসূচী ও জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা, আইটি কর্মসূচী, প্রতিবন্ধী বিষয়ে ১০টি স্টল খোলা হয়েছে।

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test