E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ৭১৯ মন্ডপে দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

২০১৫ অক্টোবর ১৬ ১৫:৪৪:৫৪
নওগাঁয় ৭১৯ মন্ডপে দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নওগাঁ প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম সার্বজনীন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নওগাঁ জেলার ১১ উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ উৎসবের দিনক্ষন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জেলায় এবার ৭১৯ টি স্থায়ী এবং অস্থায়ী দূর্গা মন্দিরে প্রতিমা রংয়ের কাজে শিল্পীরা মহাব্যস্ত সময় পার করছেন।

মন্ডপগুলোতে চলছে ডেকোরেশনসহ আলোকসজ্জার ব্যাপক তোড়জোর। ইতোমধ্যেই অনেক মন্ডপে প্রতিমা রংএর কাজ শেষ হয়েছে। বর্নাঢ্য সাজে তৈরি করা হচ্ছে তোরন। সব কিছু মিলিয়ে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ।

নওগাঁ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা জানান, নওগাঁ পৌর এলাকায় ৫২টিসহ সদর উপজেলায় ১০৬টি, বদলগাছীত উপজেলায় ৮৩, পত্নীতলায় উপজেলায় ৭৪টি, ধামইরহাট উপজেলায় ২৩টি, সাপাহার উপজেলায় ১২টি, মান্দা উপজেলায় ১১৩টি, মহাদেবপুর উপজেলায় ১৪৮টি, আত্রাই উপজেলায় ৪৬টি, রানীনগর উপজেলায় ৩৬টি, নিয়ামতপুর উপজেলায় ৫৯টি ও পোরশা উপজেলায় ১৯টি মন্ডপে দূর্গা পুজোর আয়োজন করা হয়েছে।

এই পুজোকে ঘিরে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, ওই সব মন্দির গুলোতে বিজয়া দশমীর দিন পর্যন্ত ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ওই সব মন্দির কমিটির সেচ্ছাসেবীসহ আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনছার-ভিডিপির সদস্যরা পূজা শুরুর ৩ দিন আগে থেকে দশমীর প্রতিমা বিসর্জন পর্যন্ত নিরাপত্তা দিতে প্রস্তুত থাকবে।

এছাড়াও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ইভটিজিং রোধে, মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের গ্রেফতারে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। একই সঙ্গে নওগাঁ জেলা সদরসহ প্রত্যেক উপজেলায় ১ জন করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ষ্ট্রাইকিং ফোর্স টহল দেয়াসহ জেলা এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে দূর্গা পূজা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বিষয়ে মনিটরিং করা হবে।

নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান বলেন, এ পূজা সার্বজনীন হিসেবে এদেশের প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষও উৎসব হিসেবে গ্রহন করে আসছে সেই আদি কাল থেকেই।

বর্তমান সরকার অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের সহযোগীতার পাশাপাশি এদেশের হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এ শারদীয় দূর্গোৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সার্বিক ভাবে নিরাপত্তা প্রদানসহ আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্লিষ্ট দপ্তর গুলোকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি সংস্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের স্ব স্ব এলাকার মন্দির গুলোতে উপস্থিত থেকে শান্তিপূর্ণ ভাবে তাদের সহায়তা দেয়ার আহবান জানিয়েছেন।

(বিএম/এএস/অক্টোবর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test