E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ন্যায্য মজুরীর দাবিতে সাতক্ষীরা ভোমরা বন্দর শ্রমিকদের কর্মবিরতি

২০১৫ অক্টোবর ১৭ ১৭:৪৫:২৯
ন্যায্য মজুরীর দাবিতে সাতক্ষীরা ভোমরা বন্দর শ্রমিকদের কর্মবিরতি

সাতক্ষীরা প্রতিনিধি: ন্যায্য মজুরীরর দাবিতে বন্দর শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে।

শনিবার সকাল ১০টা থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের চারটি হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের ছয় হাজরের বেশি শ্রমিক এ কর্মবিরতি শুরু করে। ফলে বন্দরের সকল প্রকার আমদানী-রফতানি কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। বিশেষ করে কাঁচামাল আমদানিকারকরা পড়েন বিপাকে।

ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১১৫৫ এর সহ-সভাপতি আনারুল ইসলাম জানান, পণ্যবাহী প্রতি ট্রাক খালাস ও ভর্তির ক্ষেত্রে শ্রমিকদের ৫০০ টাকা দেয়ার নির্দেশনা থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠান এসআইএস লজিষ্টিক্যাল সিষ্টেম (জেভি) এর স্বত্বাধিকারী মনিরুজ্জামান শাহীন সেটি বাস্তবায়ন করেন না। প্রতিবাদ করার শর্তেও তিনি শ্রমিকদের গাড়ি প্রতি মাত্র ১৪০ টাকা হারে প্রদান করে আসছেন।

তিনি আরো জানান, এ নিয়ে চলতি বছরের প্রথম দিকে শ্রমিকদের পক্ষে মাসুদ হোসেন বাদি হয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট চলতি মাসের ৬ অক্টোবর তাদের পক্ষে রায়ও দিয়েছেন। এরপরও ঠিকাদারী প্রতিষ্ঠান আদালতের নির্দেশ অমান্য করে পূর্বের ১৪০ টাকা হারে শ্রমিকদের প্রদান করছেন। এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের পাওনা টাকা পরিশোধ না করেও পরিশোধ করা হয়েছে এই মর্মে শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে বন্দর চেয়ারম্যানের নিকট একটি চিঠি পাঠিয়েছেন। বিষয়টি জানতে পেরে তারা গত ৬ অক্টোবর বন্দর সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠি দেন। চিঠিতে বিষয়টি ১৫ অক্টোবরের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য শর্ত দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় এ বন্দরের চারটি হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের ছয় হাজারের বেশি শ্রমিক একযোগে শনিবার সকাল থেকে তাদের কর্মবিরতি পালন শুরু করে। এর ফলে ভারতের পারে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আমদানী-রফতানির অপেক্ষায় বন্দরে আটকা পড়ে। এতে কাঁচা মাল আমদানিকারকদের মধ্যে নাভিঃশ্বাস ওঠে।

তারা আরো জানান, আগামী ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দূর্গাপূজার কারণে ভোমরা বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারি পরিচালক পার্থ কুমার ঘোষ এ বন্ধের মধ্যে বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়ায় দুপুর দু’টো থেকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

ভোমরা স্তলল বন্দর কর্তৃপক্ষে সহকারী পরিচালক পার্থ ঘোষ কর্মবিরতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ১০ দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে।

(আরকে/এলপিবি/অক্টোবর ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test