E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুর-ভোলা রুটে যাত্রী দুর্ভোগ

২০১৪ মে ২৬ ০৮:২১:৫৪
লক্ষ্মীপুর-ভোলা রুটে যাত্রী দুর্ভোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর- ভোলা রুটের জোয়ারের সময় ফেরির গ্যাংওয়ে ও এ্যাপ্রোচ সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় প্রতিদিন ৩-৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে নিত্য দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী যাত্রীদের।

বিআইডাব্লিউটির লক্ষ্মীপুর ফেরি ঘাটের সুপারভাইজার মো. নুরুল আলম নুরু জানান, গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন জোয়ারের পানি উপচে পড়ে ঘাটটি তলিয়ে যায়। তাই এখন জোয়ার-ভাটার উপর নির্ভর করে লক্ষ্মীপুর- ভোলা রুটের ফেরি চালাতে হয়।

ফেরি সার্ভিসের ম্যানেজার আবু আলম হাওলাদার জানান, এ রুটে ফেরি সংখ্যা বাড়িয়ে যানজট কমানোর দাবিতে পরিবহণ মালিক, ব্যবসায়ী ও শ্রমিকরা স্মারকলিপি প্রদান করেন। কিন্তু প্রশাসন ও ফেরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সমস্যার সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

এদিকে ফেরি কর্তৃপক্ষ ও পরিবহন শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রতিবছর বর্ষা মৌসুমে এ সমস্যা হয়। ভাটা পড়লে যানবাহন উঠানামা করে। ফেরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, নিচু স্থানে ফেরির গ্যাংওয়ে স্থাপন করায় ও হাইওয়াটার ঘাট নির্মাণ না করায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে।

অপরদিকে বিআইডাব্লিউটিএ কর্তৃক ইলিশা ফেরি ঘাটে হাইওয়াটার ঘাট শিফট না করা পর্যন্ত এ সমস্যা থেকেই যাচ্ছে। ফলে যানবাহন, পরিবহণ শ্রমিক, যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তির মাত্রা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

(এমআরএম/জেএ/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test