E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় খেজুর হত্যা মামলার অন্যতম আসামী মোজাফফর গ্রেফতার

২০১৫ অক্টোবর ১৯ ১৬:৫৬:৩৩
নওগাঁয় খেজুর হত্যা মামলার অন্যতম আসামী মোজাফফর গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : রবিবার দিনগত রাত ৯টার দিকে নওগাঁর রাণীনগর উপজেলার শিম্বা গ্রামের ছাত্রলীগ নেতা চাঞ্চল্যকর ইদ্রিস আলী ওরফে খেজুর হত্যা মামলার অন্যতম আসামী জেএমবির জঙ্গী, থানা বিএনপির ধর্ম বিষয়ক সস্পাদক কাজী মোজাফফর হোসেন (৫৩)কে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার দুপুরে তাকে তাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে সোর্পদ করা হয়েছে ।

জানা গেছে , বিগত ২০০৪ সালে জেলার আত্রাই-রানীনগরে সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের জেএমবির তান্ডব চলাকালীন সময়ে উপজেলার শিম্বা গ্রামের ছাত্রলীগ নেতা ইদ্রিস আলী ওরফে খেজুর আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে উপজেলার ভেটি গ্রামের মাদ্রাসায় বাংলাভাইয়ের ক্যাম্পে শারিরিক নির্যাতনের পর তাকে ৪ টুকরো করে হত্যা করে পাশের জমিতে পুঁতে রাখা হয়।

ওই মামলার চার্জশীটভুক্ত ১৩ নং আসামী কাজী মোজাফ্ফর জামিনে থেকে এলাকায় নতুন করে নাশকতা চালানোর জন্য জেএমবি সদস্যদের গোপনে ফের সংগঠিত করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে এই জেএমবির জঙ্গী কাজী মোজাফ্ফরকে গ্রেফতার করা হয় বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খান নিশ্চিত করেছেন।

সে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার চকজান গ্রামের চাঁন মোহাম্মদের পুত্র এবং বর্তমানে সে রাণীনগর উপজেলার চকমনু গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়। চলতি মাসের ৫ তারিখে উপজেলার বনমালিকুড়ি গ্রামের বেবী স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে সংঘঠিত সংর্ঘষে নিহত হবিবর রহমান হবি হত্যা মামলারও সে আসামী।

জেএমবি সদস্যরা গোপনে আবারও সংগঠিত হচ্ছে, এমন সংবাদ পেয়ে রাণীনগর উপজেলায় জেএমবি গ্রেফতার অভিযান চলছে বলেও ওসি জানান।

(বিএম/এএস/অক্টোবর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test