E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী আটক

২০১৫ অক্টোবর ২১ ১৬:২৪:৫৯
গাইবান্ধায় গৃহবধূকে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী আটক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন করে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী শাহজাহান ওরফে সাদা মিয়াকে (৩৩) আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। গুরুতর আহত নির্যাতিত রনজিনা বেগমকে (২৮) উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী মধ্যপাড়া গ্রামে। ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে পাষান্ড স্বামী গার্মেন্টস্কর্মী শাহজাহান ওরফে সাদা মিয়া মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে হত্যার উদ্দেশ্যে স্ত্রী রনজিনার উপর অমানুষিক নির্যাতন চালায়। বুধবার দুপুরে সরেজমিন হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ নম্বর বেডে শুয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন নির্যাতিত গৃহবধু ২ সন্তানের জননী রনজিনা বেগম।

ভাঙা ভাঙা কণ্ঠে রনজিনা বলেন, গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী মারপিট করতে থাকে আমার স্বামী শাহজাহান। এক পর্যায়ে সে আমার মুখের ভিতর হাত দিয়ে জিহ্বা টেনে বের করে টানা-হেঁচড়া করতে থাকে। এতে আমার বাম পাশের গাল চোয়াল ছিড়ে যায়। আমার আত্মচিৎকারে বিক্ষুদ্ধ প্রতিবেশীরা ছুটে এসে আমার স্বামী শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেয়। হাসপাতালে মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশু জিহাদ ও ৩ বছরের শিশু জিমানের দিকে ইশারা করে রনজিনা বলেন, আমার নিষ্পাপ সন্তান দু’টোর কি হবে? রনজিনা তার পাষান্ড স্বামী শাহজাহানের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াজেদ আলী জানান, রনজিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখের ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে নির্যাতনকারী স্বামী শাহজাহানকে আটক করে নিয়ে আসা হয়েছে।

(আরআই/এএস/অক্টোবর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test