E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিকেটিং এর মধ্য দিয়ে চলছে সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট

২০১৪ মে ২৬ ১১:৪৩:৫৩
পিকেটিং এর মধ্য দিয়ে চলছে সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট

সিরাজগঞ্জ প্রতিনিধি: ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন সিরাজগঞ্জে শান্তিপূর্ণ ভাবে চলছে। সকালে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা মটর সাইকেল বহর নিয়ে শহরের বিভিন্ন মোড়ে পিকেটিং করে।

এসময় বিচ্ছিন্ন ভাবে চলাচলকারী ভুটভুটি ও ইজি বাইক চলাচলে বাঁধা দেয় নেতারা।

পরিবহন ধর্মঘট অব্যহত থাকায় সেতুর পশ্চিমে উত্তর বঙ্গগামী বেশ কিছু পন্যবাহী যানবাহন আটকা পড়ে। পরিবহন ধর্মঘট চলাকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকা ট্টাক মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের ৪ নেতাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ আটকের পর পরিবহন মালিকরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিলে পুলিশ তাদের ছেড়ে দেয়।

উল্লেখ্য, মহাসড়কে পুলিশি চাঁদাবাজি বন্ধ, বঙ্গবন্ধু সেতুতে ওজন স্কেলে ওভার লোডিং এর নামে হয়রানি বন্ধ, অবৈধ নছিমন করিমন বন্ধ, রুটপারমিট বহির্ভূত যান চলাচল বন্ধ, বিআরটিসির বাস নির্ধারিত ডিপো থেকে চলাচল এবং বিআরটিএর ট্যাক্স টোকেন ফি কমানো ও দূর্ঘটনায় নিহতের ঘটনায় চালকদের বিরুদ্ধে হত্যা মামলা না দেয়ার দাবিতে রাজশাহী বিভাগীয় বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত ২৫ মে থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় অনিদিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

তবে বেলা সাড়ে ৩ টায় রাজশাহী বিভাগীয় কমিশনার পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ঐক্য পরিষদের নেতারা।

(এসএস/জেএ/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test