E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে ট্রেন চলাচাল বন্ধ-যাত্রীদের চরম দুর্ভোগ

২০১৫ অক্টোবর ২৫ ১২:২০:৩৩
সিরাজগঞ্জে ট্রেন চলাচাল বন্ধ-যাত্রীদের চরম দুর্ভোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি : ট্রেনে কাটাপড়া লাশ টেনে তোলা এবং নামাতে অসহযোগিতা করায় সিরাজগঞ্জ জিআরপি পুলিশ চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস (সিক্সআপ মেইল) ট্রেনের গার্ড ও সহকারী চালককে মারধর করেছে।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন প্লাটফর্মে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় চালকের সহকারী আনিছুর রহমান ও ট্রেনের গার্ড আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, ঘটনা পর থেকে ট্রেনটি বন্ধ থাকায় সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদীমুখী প্রায় ৪/৫শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।

জিআরপি পুলিশ ও যাত্রীদের কাছ থেকে জানা যায়, সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের লাহিড়ী মোহনপুরের দুর্গম বিল এলাকায় সকালে একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তি মারা যায়। সংবাদ পেয়ে ৫/৬ জন জিআরপি পুলিশ সকালে ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার বিকল্প ব্যবস্থা না থাকায় দিনভর পুলিশ চাপাইনবাবগঞ্জ-সিরাজমুখী থেকে ছেড়ে আসা চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস (সিক্সআপ মেইল) ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। বিকেল চারটায় ট্রেন আসলেও ট্রেনের গার্ড ও ড্রাইভার উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ট্রেনে লাশ তুলতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে পুলিশ ও গার্ড-চালকদের কথাকাটাকাটি হয়। দেড় ঘন্টা পর পুলিশ উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশটি ট্রেনে তুলে সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জ বাজার ষ্টেশনে নিয়ে আসেন। বাজার ষ্টেশনেও লাশটি ট্রেন থেকে নামানোর সময় পুলিশ ট্রেনের গার্ড ও চালকদের একটু সহযোগিতা চাইলে তারা সহযোগীতা করতে অস্বীকৃতি জানান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েজন পুলিশ ট্রেনের সহকারী চালক ও গার্ডকে কিল ঘুষি-লাথি মারে। পরে ট্রেনের চালকসহ অন্যান্যরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এদিকে, ট্রেনটি পুনরায় সিরাজগঞ্জ থেকে পাবনার ঈশ্বরদী যাবার কথা থাকলেও ঘটনার পর থেকে ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। রাত ১২ পর্যন্ত ট্রেনটি বাজার ষ্টেশনে অপেক্ষা করছিল। এতে করে সিরাগঞ্জের উল্লাপাড়া ও পাবনার ঈশ্বরদীগামী প্রায় ৪/৫ শতাধিক যাত্রী চরম দূর্ভোগে পড়েছে।

ট্রেনের চালক খলিলুর রহমান ও সহকারী চালক আহত আনিছুর রহমান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া লাশ তোলা যাবেনা বলে পুলিশকে জানালে তাদের সাথে তর্কাতর্কি হয়। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাশটি ট্রেনে উঠানো হয়। কিন্তু বাজার ষ্টেশনে আসার পর ট্রেন থেকে নামতেই পুলিশ তাদের মারপিট করে। ট্রেন চলাচল বন্ধ কেন-এমন প্রশ্নের জবাবে বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বন্ধ করে আহত দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। কর্তৃপক্ষ অনুমতি দিলে পুনরায় ট্রেন ছাড়া হবে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, সকাল থেকে পুলিশ লাশ নিয়ে পুলিশ দুর্গম এলাকায় অপেক্ষা করেছিল। বিকেলে ট্রেন আসলেও লাশ আনতে অস্বীকৃতি জানায়। প্রায় দেড়ঘন্টা পর উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ট্রেনে লাশ নিয়ে আসার পর বাজার ষ্টেশনে লাশ নামাতেও অসহযোগিতা করে। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। তদন্তপুর্বক দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


(এসএস/এনএস/অক্টোবর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test