E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২৫

২০১৪ মে ২৬ ১৩:০৩:০৬
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই  গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়।

সোমবার সকাল সাতটার দিকে সদর উপজেলার কাজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ছয়জনকে আটক করা হয় ।

আহতরা হলেন- আবুল কালাম শেখ (৪২), আমিনুল রহমান শেখ (১৭), শাহিন শেখ (১৮), সোহেল শেখ (১৮), লায়েক শেখ (৪৫), ফায়েক শেখ (৬০), নুর ইসলাম (২৫)।

আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে ওই গ্রামের কামাল হাওলাদারের গরুতে জাফর শেখের জমির আমন ধান খায়। পরে জাফর শেখ ৪-৫টি গরু নিয়ে কামাল হাওলাদারের জমিতে ছেড়ে দেয়। এই নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। পরে সোমবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়। এদের মধ্যে সাতজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও ১০ জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছয়জনকে আটক করে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক এস এম আজিজুর রহমান জানান, পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(এমএইচএম/এইচআর/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test